<<<<<়়়়়ওপারের যাত্রী়়়়়়>>>>>>
লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৫ জুন, ২০১৫, ০২:১৪:৩২ রাত
ও পারের যাত্রী
ঘনঘোর আঁধার আর দুর্যোগ রাত্রী,
খেয়াঘাটে জড়হল ওপারের যাত্রী৷
পাটনী ঘাটে নাই নাই কোন তরণী,
বিদ্যুৎ চমকায় কেঁপে ওঠে ধরণী৷
শন শন ঝড়ো হাওয়া কনকনে বৃষ্টি,
চোখে জ্বলে জোনাকী থেমেযায় দৃষ্টি৷
বজ্রের হুঙ্কারে কানে তালা লেগে যায়,
কেঁপে ওঠে অন্তর প্রাণ বুঝি যায় যায়৷
রোনা জারি আহা জারি, আর্ত চিৎকার,
ঘনঘন নারা ওঠে আল্লাহু আকবার৷
অবশেষে ঝড়ো হাওয়া হয়ে যায় শান্ত,
অসহায় যাত্রীরা ধুঁকে ধুঁকে ক্লান্ত৷
রাত কেটে দিন আসে জেগে ওঠে ধরা,
থেমে যায় আহাজারী থেমে যায় নারা৷
নাও নিয়ে পাটনি ঘাটে এসে ভেড়ে,
ও পারের যাত্রীরা ওঠে নড়ে চড়ে৷
বিপদে পড়িলে বন্ধু আল্লাহই হয়,
বিপদ কাটিয়া গেলে কেউ কারও নয়৷
বিষয়: সাহিত্য
১১৭৬ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফররুখ আহমেদের কবিতার স্বাদ পেলাম! মাশা আল্লাহ! চমৎকার অনুভূতি ছন্দে ছন্দে ...
জাযাকাল্লাহু খাইর!
৷
একদম সত্য কথা। জাযাকাল্লাহ খাইর
ভালো থাকুন খুব ভালো। অনিঃশেষ দোয়া ও শুভ কামনা রইলো আপনার জন্য। বোনের জন্যও দোয়ার আবেদন রইলো।
মন্তব্য করতে লগইন করুন