বার্মা থেকে পরিপূর্ণ ভাবে মুসলিম নির্মূলের কর্মসূচি হাতে নিয়েছে বৌদ্ধ সন্ত্রাসীরা

লিখেছেন লিখেছেন সূফি বরষণ ০৫ জুন, ২০১৫, ০১:৩৩:০১ রাত

 বার্মা থেকে পরিপূর্ণ ভাবে মুসলিম নির্মূলের কর্মসূচি হাতে নিয়েছে বৌদ্ধ সন্ত্রাসীরা

সূফি বরষণ

বৌদ্ধরা যে ভয়ংকর সন্ত্রাসী এই খবর প্রথম প্রকাশ করে বিশ্ব বিখ্যাত টাইম ম্যাগাজিন ১ জুলাই ২০১৩ সালে ,পত্রিকাটির হেডলাইন হয় Buddhist the face of terror এবং এক বৌদ্ধ ভিক্ষুর ছবি দিয়ে কাভার স্টরি করা হয়॥ একে একে খবরটা আসতে থাকে আল জাজিরা, দৈনিক টেলিগ্রাম, এ পি , এ এফপিসহ বিশ্ব বিখ্যাত সব সংবাদ মাধ্যমে ॥ এই লেখার নিচে সব গুলো সংবাদ মাধ্যমের লিংক দেয়া হয়েছে ॥ কোনো মিথ্যা কিছুই লেখা হয়নি উদ্দেশ্য মূলক ভাবে॥ এই কথা আজ বলতে আর দ্বিধা নেই যে বৌদ্ধরা

সন্ত্রাসী ॥

পরিকল্পিত ভাবে ইতিহাসের নৃশংসতম গণহত্যা শুরু করেছে সন্ত্রাসী বৌদ্ধরা। রোহিঙ্গাদের হাতে বৌদ্ধ মহিলা নির্যাতনের অজুহাতে তারা এ গণহত্যার সূচনা করে। তা ছিলো একটি বানানো মিথ্যা নাটক ॥ সারা জীবন যা জেনে আসলাম যে বৌদ্ধরা অহিংস কিন্তু তা শতভাগ মিথ্যা ॥ এই বৌদ্ধরা ভয়ংকর খুনী সন্ত্রাসী মিথ্যাচারী অসভ্য নরপশু জানোয়ার॥ ২০১২ সালের শুরুতেই কট্টরপন্থী সন্ত্রাসী বৌদ্ধরা ১০ জন রোহিঙ্গা মুসলিমকে শহীদ করে। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের তুয়ানগোকিতে এ হামলার ঘটনা ঘটে সবচেয়ে বেশি ॥ এই হত্যাকান্ডের প্রতিবাদে মুসলিম রোহিঙ্গারা জুমুয়াবার বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করলে ভয়াবহ দাঙ্গা বেঁধে যায়। আর এদের দীর্ঘদিনের পরিকল্পনাও বাস্তবায়ন শুরু হয়॥ একযোগে বৌদ্ধরা পুলিশ সেনাবাহিনী নাসাকা শুরু করে মুসলিম নিধন॥ পৃথিবীর ইতিহাসের যেকোনো গণহত্যার বর্বরতা হিংস্রতা কে হার মানিয়ে দিয়েছে বৌদ্ধের দ্বারা পরিচালিত মুসলমানদের উপরে গণহত্যা ॥

বর্তমানে সবকিছু হারিয়ে মাত্র কিছু মুসলমান শরণার্থী শিবিরে এক ভয়াবহ আতঙ্ক নিয়ে আছে॥ সেখান থেকেও মুসলমানদের ধরে নিয়ে হিংস্র বৌদ্ধরা হত্যা করছে॥ আর বাকী আরাকান বা বার্মার অন্য কোনো এলাকায় মুসলমান আর অবশিষ্ট নেই॥॥ মুসলমানদের সবকিছু দখলে নিয়েছে হিংস্র বৌদ্ধরা॥ যারা জান নিজে পালাতে পেরেছে তারা দেশ থেকে বিতাড়িত এবং সাগরে ভাসমান নৌকায় মৃত্যু পথযাত্রী॥

এখন বার্মা হিংস্র বৌদ্ধের পরিকল্পনা অনুযায়ী মুসলিম

শূন্য ॥

সম্প্রতি কয়েকদিন ধরে অব্যাহত ভাবে চলা মায়ানমারে মুসলিম গণহত্যা নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার প্রচারিত ছবি গুলো দেখে হতবাক সবাই। কিন্তু আশ্চর্যের বিষয় হল এ নিয়ে ঘুমিয়ে আছে বিশ্ব-বিবেক!!!!????॥

একটি সভ্য যুগে বাস করেও আমরা কতটা নিষ্ঠুরতাকে প্রশ্রয় দিচ্ছি! রোহিঙ্গা শিশুদের যে ভাবে নির্যাতন করে মারা হয় তা যে কোন সমান্য বিবেকবান মানুষও তা সহ্য করতে কষ্ট হবে। বৌদ্ধ সমাজের লোকেরা রোহিঙ্গা নারী ও শিশুদের নির্যাতন উপভোগ করে এবং আনন্দ প্রকাশ করে। এ সব শিশুদের অপরাধ তারা মুসলিম। ছবিতে দেখা যায় সারিবদ্ধ ভাবে শিশুদের হাত বিছিয়ে তার উপর মটর সাইকেল চালিয়ে তাদের দু’হাত ভেঙ্গে দিচ্ছে আর বর্বর বৌদ্ধরা তা উপভোগ করছে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে নির্যাতনে মৃত শিশুরা পানিতে ভাসছে। নারী নির্যাতনে যে মাত্রা তা কোন সভ্য মানুষ কল্পনাও করতে পারবেনা। এমন অনেক জনপদ পুরুষ শুন্য। প্রতিদিন শত শত লোক কে হত্যা করা হচ্ছে, যা বিশ্ব বিবেক দেখেও না দেখার ভান করছে। হায়রে মানবতা ! রোহিঙ্গারা বর্তমান বিশ্বের সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী। আর হিংস্র লোভী বৌদ্ধরা জীবিত মুসলমানদের ধরে নিয়ে রক্ত চোখ হার্ট কিডনি বা লিবার সবই খুলে রেখে দিয়ে লাশ জ্বলিয়ে দিচ্ছে ॥ এমনকি মুসলমানদের জবাই করে তাদের মাংস বার্বিকিউ করে ভক্ষণ করছে??!!! আমি শুরু আল্লাহ কাছে চোখের পানি ফেলে ফরিয়াদ জানায়, হে আল্লাহ তোমার সাহায্য কবে আসবে তুমি কি মুসলমানদের রক্ষা করবে না॥

তোমার বান্দারা কিন্তু তোমার ধর্ম ত্যাগ করে বৌদ্ধ হয়নি ॥

http://content.time.com/time/magazine/article/0,9171,2146000,00.html

http://stream.aljazeera.com/story/201306242119-0022853

https://www.colombotelegraph.com/index.php/full-text-of-the-banned-time-story-the-face-of-buddhist-terror/

http://www.loonwatch.com/2013/06/time-the-face-of-buddhist-terror/

http://thediplomat.com/2013/06/ashin-wirathu-the-monk-behind-burmas-buddhist-terror/

http://m.digitaljournal.com/article/354198

http://mobile.news.com.au/world/is-this-the-face-of-buddhist-terrorism/story-fndir2ev-1226667862347

http://www.thesundayleader.lk/2014/10/05/the-face-of-buddhist-terror/

মুক্তবুদ্ধি চর্চা কেন্দ্র থেকে

সূফি বরষণ



বিষয়: বিবিধ

১৩৬৬ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

324719
০৫ জুন ২০১৫ রাত ০১:৫৫

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> ফুয়াদ পাশা লিখেছেন : সবার আগে ইরাক, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া, নাইজিরিয়া, ইরাণ, ফাঁকিস্তান, আফগানিস্তানের নিরীহ মানুষকে ইসলামী শান্তির! অগ্নিকুন্ড থেকে রেহাই দিন। তারপর রহিঙ্গা নিয়ে ভাবা যাবে।
324720
০৫ জুন ২০১৫ রাত ০১:৫৮

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7228

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> ফুয়াদ পাশা লিখেছেন : না ভাই, ইহুদী-নাসারার 'টাইম ম্যাগাজিন' এর খবর বিশ্বাস করি না।
324725
০৫ জুন ২০১৫ রাত ০২:১২
বার্তা কেন্দ্র লিখেছেন : মগের মুল্লুকের মঘাদের থেকে আর কি আশা করা যায়? অনেক ধন্যবাদ।
324759
০৫ জুন ২০১৫ সকাল ০৫:৫৭
শেখের পোলা লিখেছেন : বিশ্ব বিবেকের কথা পরে আগে নিজেদের বিবেকের বিচার করি৷ তিরিশ লাখ বাঙ্গালী ভারতে আশ্রয় পেয়েছিল৷ সেই বাঙ্গালীই রোহীঙ্গাদের কূলে উঠতে দেয়নি৷ আর আমাদের জাতি বড়লোক ভাইরা ইয়ামনে বোমা ফেলতে পারে কিন্তু মায়ানমারকে কিছুই বলতে পারেনা৷ এদের বিবেকের কথা কি বলবেন?
324829
০৫ জুন ২০১৫ দুপুর ০৩:২৬
সজল আহমেদ লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File