সুখ নেই...
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৪ মার্চ, ২০১৫, ০৩:৪১:১৪ রাত
সুখ নেই এখন আর
মানুষের মনে
সব সুখ হারিয়ে গেছে
গহীন বনে।
মানুষ অন্তরে কেমনে
পোষে বন্য
মানুষের ভালবাসায়
মানুষ নয় হন্য।
স্বার্থের লোভে মানুষ
ভুলে আপনজন
পাথরসম মানুষ
কাদেঁনা তার মন।
তারপরও সুখে-দুঃখে
বাঁচে ততদিন
সৃষ্টার বেঁধে দেয়া
সময় যতদিন।
০৩।০৩।২০১৫
বিষয়: বিবিধ
৮৫৮ বার পঠিত, ৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন