ইভটিজিং শয়তানী শক্তির ভয়ংকর অস্ত্র এর ফাঁদ থেকে নিজেকে বাচান ১
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০৪ মার্চ, ২০১৫, ০৪:৪৯:৫৬ রাত
আমরা জনি শয়তানের কাজ হল মানুষকে ধোকা দিয়ে দুনীয়া ও আখেরাতে বিপদের মাঝে ফেলে দেওয়া। আর মানুষকে ধোকা দেওয়ার জন্য শয়তানের আনেক অস্ত্রের মাঝে, একটি অতি পুরাতন কিন্তু কাযকর অস্ত্র হল, ভাল কথা বা কাজের মাধ্যমে মানুষকে বোকা বানিয়ে ধোকা দেওয়া। ইভটিজিং সেই ধরনের একটি অস্ত্র । বস্তুত কুরআন আমাদের জানায় যে আমাদের আদি পিতা-মাতাকে শয়তান এই একই অস্ত্র প্রয়োগ করে অথাৎ ভাল কথার মাধ্যমে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বহিস্কার করে।
আমাদের দেশে প্রথম আলো ও একই পথের পথিক শক্তিগুল ইদানিং ইভটিজিং নামক একটি সমস্যাকে সবার উপরে তুলে ধরে শয়তানের মত ভাল ভাল কথার মাধ্যমে আমাদেরকে বোকা বানিয়ে তাদের অত্যান্ত নোংরা এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে যাছে। বস্তুত ইভটিজিং একটি বড় সমস্যার খুবই ছোট একটি অংশ মাত্র এবং এটা কোন মুল সমস্যা নয়। আসল বা মুল সমস্যাটির নাম হল BULLYING, এখন ‘ভালবাসা দিবসের’ মত যদি আমরা এর বাংলাকরন করি (যা খুবই জরুরী এই চক্রান্ত থেকে বের হয়ে আসার জন্য) তবে এই সমস্যাটিকে আমরা নাম দিতে পারি, “ষাড় বা আবাল কার্যকালাপ” । বস্তুত ইভটিজিং, হল বরদের সাথে বেয়াদপী, বাপ মার সাথে বেয়াদপী, মারামারি কাটাকাটির মত সমস্যাগুলর মত একটি সমস্যা। আর এই সবগুল সমস্যার মুল কারন হল, Bullying বা “ষাড় বা আবাল কার্যকালাপ” । এখন আমরা যদি তাদের ধোকায় পরে মুল সমস্যা এবং তার মুল কারন থেকে দূরে চলে যেয়ে শুধু ইভটিজিং এর পিছে দৌরা দৌরি করি তবে তার ফলাফল স্বরূপ আমরা পাব এমন একটি সমাজ যেখানে থাকবে না, কোন সম্মান, লজ্জা, হায়া সরম বরং থাকবে চুরি, রাহাজানি, মারামারি, কাটাকাটি এর ধরষনে সেনচুরী অথাৎ একটি অসুস্থ সমাজ। চলবে----
বিষয়: বিবিধ
১০২৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Satan's target are misguide the humanbeing so that they disobey commands of Allah() as a result they end up in hellfire.
আমার চোখে কখনও পড়ে নি যে শয়তানের ওয়াসওয়াসা ছিল আদম (আঃ) এর উপর বিবি হাওয়া (আঃ)কে ইভটিজ করার ।
নাকি সেই নিষিদ্ধ ফল ভক্ষনের ফলে উনাদের গোপনাঙ্গ প্রকাশিত হয়ে গিয়েছিল উভয়েরই সামনে?
এতে কি আদম (আঃ) বিবি হাওয়াকে ইভটিজিং করেছে বলে প্রমানিত হয় ? আদম (আঃ) নিজেও জানতেন না যে সেই নিষিদ্ধ ফল খাওয়ার পরিনাম যে এরকম হবে ।
শয়তান তো মানুষকে মিস গাইড করবেই , এটাই তার কাজ । কিন্তু সেই মিস গাইডে তো বিবি হাওয়া (আঃ)কেই আপনি একিউজ করতে পারতেন যে উনি আদম(আঃ)কে এডাম টিজিং করেছিলেন শয়তান কর্তৃক প্ররোচিত হয়ে? (নাউজুবিল্লাহ)
উনি আল্লাহ রাব্বুল 'আলামিনের কাছে ক্ষমা চেয়েছিলেন নিজের কৃত কর্মের জন্য অনুতপ্ত হয়ে এবং আল্লাহ উনার স্ত্রী সহ উনাকে ক্ষমা করে দেন এবং শয়তানকে সহ উনাদেরকেও বেহেশত থেকে দুনিয়াতে নামিয়ে দেন কিছু কাল অবস্থানের জন্য এবং পরে তো অবশ্যই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতেই হবে ।
(আল্লাহ আমায় ক্ষমা করুন , আল্লাহই সর্বজ্ঞানী)
মন্তব্য করতে লগইন করুন