ক র বি ক র জ ল দি কি ছু

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৪ জানুয়ারি, ২০১৫, ০৫:০২:৩৯ বিকাল

হুমকি ধমকি শুনতে শুনতে

কান ঝালাপালা

করবি কর জলদি কিছু

নাহয় দেশ ছেড়ে পালা ।

-

তারিখ করে আন্দোলন

হয় না কোন দিন

ইতিহাসে আছে নাকি

এমন কোন চিন।

-

কী কারনে আন্দোলন

করতে তোরা চাস?

জনগণ বুঝে না কিছু,

কাটে ঘোড়ার ঘাস?

-

ক্ষমতার মোহে তোমরা

দুই হয়ে গেছ অন্ধ

তোদের ধমকি না শুনতে

জনগণের কান বন্ধ।

বিষয়: বিবিধ

৯৪২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299240
০৪ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৩৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ক্ষমতার মোহে তোমরা
দুই হয়ে গেছ অন্ধ
তোদের ধমকি না শুনতে
জনগণের কান বন্ধ।

সুন্দর বলেছেন।
299242
০৪ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:১৬
হতভাগা লিখেছেন : আষাঢ়ের তর্জন গর্জন সার

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File