It Wasn't Me! জুলুম রুখতে আসুন ঝাঁপিয়ে পড়ি It Wasn't Me!

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৪ জানুয়ারি, ২০১৫, ০৫:৪৯:২৪ বিকাল



জুলুমবাজের দম্ভে আজ কাঁপছে ধরণী থর থর

আবুবকর উসমান উমর, গর্জে উঠো আরেকবার।

Time Out

নয়তো আর খামোশ রোদন প্রতিরোধ খঞ্জরে

ভীরু মাতম বন্ধ আজি হিম্মত রাখো পিঞ্জরে।

Time Out

খুনের নেশায় মত্ত পশু, দিচ্ছে শহীদ উচ্চ শির

সত্যাগ্রহে হাঁকিছে সিন্ধু, বন্ধু মোদের জোয়ান বীর।

Time Out

জনপদ স্তব্ধ আজি নেইকো কোথা প্রাণের ডাক

সুখী ধরিত্রী নরককুণ্ড কুহক সদা দিচ্ছে হাক।

Time Out

উন্মত্ত বনী আদম আজ অভিশপ্ত শয়তান

ঔদ্ধত্য হুঙ্কারে তপ্তদাহে হাঁকছে ভূবণ।

Time Out

রুখতে হবে প্রলয় তুফান, রুখতে হবে ফেরাউনী বল

করতে হবে নিশ্চিহ্ন যতো কপট জড়বাদী পিশাচের দল।

Time Out

সত্য ন্যায়ের বজ্র ধ্বনিতে পিষ্ট পাপীরা হবে নিঃস্ব

নির্ভীক তরুণ আনবেই আলো দেখবে গোটা বিশ্ব।

Time Out

মর্দ বীর নোয়ায় না কভু তাঁদের উত্তম শির

ফোঁটাবে হাসি যত ব্যথায় ব্যথিত দুঃখী জননীর

Time Out

পঙ্কিল স্রোতে রুদ্ধশ্বাসে উন্মত্ত গণহত্যা

আর কতো ? নষ্ট ভ্রূণের ভ্রষ্ট নগ্ন পাশবিকতা!!

Time Out

এজিদী খঞ্জরে চারিদিক বিধ্বংসী কারবালা।

মুমীনের প্রকম্পিত আহাজারি হৃদয়ে বদ্ধ তালা।

Time Out

শোষিত বিষণ্ণ মানুষ স্বপ্নভঙ্গ শেষে

বিরাণ বাগিচায় কাটে, নিদ্রাহীন ক্লেশে।

Time Out

তিক্ত উত্তপ্ত স্নায়ুতীর সদা হানে বুকে

জলন্ত অঙ্গারে অসহায়, মরে ধুকে ধুকে।

Time Out

শহীদের কাফেলায় বলিষ্ঠ প্রত্যয়

নির্ভীক সৈনিক জানে নাতো পরাজয়।

Time Out

অমলিন আদর্শ শ্বাশত চিরন্তন

জয়ের মাতম আজ নবীনের জাগরণ।

Time Out

ভয়শূন্য বিপ্লবী বীর রুখবেই শয়তান

মুক্ত প্রভাত আনবেই জ্বিহাদী ইনসান।

Time Out

ত্যাগের মহিমায় উদ্ভাসিত দুনিয়া জাহান

ইসলামের বিজয় ঝাণ্ডা শ্বাশত চিরন্তন।



বিষয়: বিবিধ

১২৭৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299256
০৪ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : রুখে দাও সব অপশক্তি Nail Biting Nail Biting Thumbs Up Thumbs Up
০৫ জানুয়ারি ২০১৫ রাত ০১:০৮
242292
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম............। তেজ্যেদীপ্ত মন্তব্যের জন্য বারাকাল্লাহু ফিক।
মঙ্গলময় সর্বাবস্থায় তোমাকে ভালো ও সুস্থ আনন্দময় রাখুন। আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক পরম করুণাময়ের নিকট এই প্রার্থনা রইলো।
299262
০৪ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৩২
নোমান২৯ লিখেছেন : কেউ শোনেনা কেউ আসে না ।যারা আসে তাদেরকে বেশীরভাগই স্বাভাবিক ভাবে না ।ধন্যবাদ আপনাকে ।
০৭ জানুয়ারি ২০১৫ রাত ১২:৩৯
242532
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..............শ্রদ্ধেয় সুহৃদ নোমান২৯ ভাইয়া। আপনার মনোঃকষ্টের বিষয়টি আমি অনুভব করতে পারি তারপরও বলতেই হবে এটাই আজ ঈমানের পরীক্ষা এবং সময়ের দাবী। আপনার মূল্যবান উপস্থিতি ও মন্তব্যের জন্য জাজাকাল্ললাহু খাইর।
299276
০৪ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৪৫
হককথা লিখেছেন : 'নয়তো আর খামোশ রোদন প্রতিরোধ খঞ্জরে

ভীরু মাতম বন্ধ আজি হিম্মত রাখো পিঞ্জরে।'
Thumbs Up Thumbs Up Thumbs Up Applause Applause Applause Applause
০৭ জানুয়ারি ২০১৫ রাত ১২:৪০
242533
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..............শ্রদ্ধেয় সুহৃদ হককথা ভাই। আপনার মূল্যবান উপস্থিতি ও মন্তব্যের জন্য জাজাকাল্ললাহু খাইর। Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
299307
০৫ জানুয়ারি ২০১৫ রাত ০৪:৫৫
কাহাফ লিখেছেন :
আস্ সালমু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ....
দুঃসহ বিভীষিকাময় বর্তমান অসহ্য সময়ের পরিবর্তনে সবাই কে 'এক ও নেক' হয়ে ঝাপিয়ে পড়তে হবে!
সম্মিলিত সামগ্রিক প্রতিরোধ বিনে এ থেকে মুক্তি অসম্ভব পর্যায়ের!
পরাক্রমশালী আল্লাহ আমাদের তৌফিক দিন আমিন!
জাযাকুমুল্লাহু খাইরান.....
০৭ জানুয়ারি ২০১৫ রাত ১২:৪৪
242534
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..............শ্রদ্ধেয় সুহৃদ কাহাফ ভাইয়া। আপনার অনুপম সত্য ও ন্যায়পূর্ণ কথাগুলি খুবই যৌক্তিক। আপনার হৃদয়গ্রাহী দোয়ায় আমীন। উৎসাহ ও প্রেরণাময় অনুভূতির জন্য বারাকাল্লাহু ফিক।
299312
০৫ জানুয়ারি ২০১৫ সকাল ০৬:২৩
তিমির মুস্তাফা লিখেছেন : ছিঁড়ে ফেলে আজ আয়েশী রাতের মখমল অবসাদ,
নূতন পানিতে হালখুলে দাও হে মাঝি সিন্দবাদ!
ভাল লাগল। ধন্যবাদ।
০৭ জানুয়ারি ২০১৫ রাত ১২:৪৬
242535
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..............শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। আপনার অনুপম ছন্দ মাধুর্যে রেখে যাওয়া সত্য ও ন্যায়পূর্ণ কথাগুলি খুবই উদ্দীপ্তময়। উৎসাহ ও প্রেরণাময় অনুভূতির জন্য বারাকাল্লাহু ফিক।
299335
০৫ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:৫০
অনেক পথ বাকি লিখেছেন : আপু খুব ভালো লাগলো। শীতের সকালেই রক্ত গরম হয়ে গেলো। Bee Bee
০৭ জানুয়ারি ২০১৫ রাত ১২:৫২
242536
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..............শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। আপনার মন্তব্যটি এক কথায় অসাধারণ। উৎসাহ ও প্রেরণাময় অনুভূতি রেখে যাওয়ার জন্য বারাকাল্লাহু ফিক।
299407
০৬ জানুয়ারি ২০১৫ রাত ০১:৫৭
বাজলবী লিখেছেন : জুলুমবাজের দম্ভে আজ কাঁপছে ধরণী থর থর

আবুবকর উসমান উমর, গর্জে উঠো আরেকবার। অাল্লাহু অাকবর বিপ্লবী লেখনিতে হাতের লুম অান্দোলনে মত্ত হলো।জাযাকাল্লাহ খাইর
০৭ জানুয়ারি ২০১৫ রাত ১২:৫৩
242537
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম..............শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। আপনার মন্তব্যটি দারুণ উদ্দীপ্তকারী। উৎসাহ ও প্রেরণাময় অনুভূতির জন্য বারাকাল্লাহু ফিক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File