জুলুম রুখতে আসুন ঝাঁপিয়ে পড়ি
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৪ জানুয়ারি, ২০১৫, ০৫:৪৯:২৪ বিকাল
জুলুমবাজের দম্ভে আজ কাঁপছে ধরণী থর থর
আবুবকর উসমান উমর, গর্জে উঠো আরেকবার।
নয়তো আর খামোশ রোদন প্রতিরোধ খঞ্জরে
ভীরু মাতম বন্ধ আজি হিম্মত রাখো পিঞ্জরে।
খুনের নেশায় মত্ত পশু, দিচ্ছে শহীদ উচ্চ শির
সত্যাগ্রহে হাঁকিছে সিন্ধু, বন্ধু মোদের জোয়ান বীর।
জনপদ স্তব্ধ আজি নেইকো কোথা প্রাণের ডাক
সুখী ধরিত্রী নরককুণ্ড কুহক সদা দিচ্ছে হাক।
উন্মত্ত বনী আদম আজ অভিশপ্ত শয়তান
ঔদ্ধত্য হুঙ্কারে তপ্তদাহে হাঁকছে ভূবণ।
রুখতে হবে প্রলয় তুফান, রুখতে হবে ফেরাউনী বল
করতে হবে নিশ্চিহ্ন যতো কপট জড়বাদী পিশাচের দল।
সত্য ন্যায়ের বজ্র ধ্বনিতে পিষ্ট পাপীরা হবে নিঃস্ব
নির্ভীক তরুণ আনবেই আলো দেখবে গোটা বিশ্ব।
মর্দ বীর নোয়ায় না কভু তাঁদের উত্তম শির
ফোঁটাবে হাসি যত ব্যথায় ব্যথিত দুঃখী জননীর
পঙ্কিল স্রোতে রুদ্ধশ্বাসে উন্মত্ত গণহত্যা
আর কতো ? নষ্ট ভ্রূণের ভ্রষ্ট নগ্ন পাশবিকতা!!
এজিদী খঞ্জরে চারিদিক বিধ্বংসী কারবালা।
মুমীনের প্রকম্পিত আহাজারি হৃদয়ে বদ্ধ তালা।
শোষিত বিষণ্ণ মানুষ স্বপ্নভঙ্গ শেষে
বিরাণ বাগিচায় কাটে, নিদ্রাহীন ক্লেশে।
তিক্ত উত্তপ্ত স্নায়ুতীর সদা হানে বুকে
জলন্ত অঙ্গারে অসহায়, মরে ধুকে ধুকে।
শহীদের কাফেলায় বলিষ্ঠ প্রত্যয়
নির্ভীক সৈনিক জানে নাতো পরাজয়।
অমলিন আদর্শ শ্বাশত চিরন্তন
জয়ের মাতম আজ নবীনের জাগরণ।
ভয়শূন্য বিপ্লবী বীর রুখবেই শয়তান
মুক্ত প্রভাত আনবেই জ্বিহাদী ইনসান।
ত্যাগের মহিমায় উদ্ভাসিত দুনিয়া জাহান
ইসলামের বিজয় ঝাণ্ডা শ্বাশত চিরন্তন।
বিষয়: বিবিধ
১২৭৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মঙ্গলময় সর্বাবস্থায় তোমাকে ভালো ও সুস্থ আনন্দময় রাখুন। আমাদের সকলের এহজীবন এবং আখেরাত অনাবিল সুখ আর শান্তিময় হোক পরম করুণাময়ের নিকট এই প্রার্থনা রইলো।
ভীরু মাতম বন্ধ আজি হিম্মত রাখো পিঞ্জরে।'
আস্ সালমু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ....
দুঃসহ বিভীষিকাময় বর্তমান অসহ্য সময়ের পরিবর্তনে সবাই কে 'এক ও নেক' হয়ে ঝাপিয়ে পড়তে হবে!
সম্মিলিত সামগ্রিক প্রতিরোধ বিনে এ থেকে মুক্তি অসম্ভব পর্যায়ের!
পরাক্রমশালী আল্লাহ আমাদের তৌফিক দিন আমিন!
জাযাকুমুল্লাহু খাইরান.....
নূতন পানিতে হালখুলে দাও হে মাঝি সিন্দবাদ!
ভাল লাগল। ধন্যবাদ।
আবুবকর উসমান উমর, গর্জে উঠো আরেকবার। অাল্লাহু অাকবর বিপ্লবী লেখনিতে হাতের লুম অান্দোলনে মত্ত হলো।জাযাকাল্লাহ খাইর
মন্তব্য করতে লগইন করুন