কালো মানিকের ধমক
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৮ ডিসেম্বর, ২০১৪, ০২:৩৩:৩১ রাত
কালো মানিক বিম্পিরে
এমন ধমক দিলো
এক ধমকে ফখরুলরা
বোরকা হাতে নিলো।
-
দৌড়ে গিয়ে ঢুকলো
তারা চুড়ির দোকানে
চুড়ি হাতে বোরকা পরে
গেলো কোনখানে?
-
গাজীপুরে বিম্পি নামের
কুত্তাও নাকি নাই
এক ধমকে ফাঁকা মাঠে
গোল হলো তাই।
-
বিম্পির ঘাড়ে ভর করেছে
মীরজাফরের প্রেতাত্মা
আম্লীগ আর বিম্পি নেতারা
হয়ে গেছে একাত্মা।
-
তৃনমূলের নেতাকর্মী
করবে তোমরা কি?
বাচঁতে হলে আম্লীগের
পায়ে মাখো খাঁটি ঘি।
২৭.১২.২০১৪
বিষয়: বিবিধ
৯৬৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন