সাইয়্যেদুল ইসতেগফার

লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ২৮ ডিসেম্বর, ২০১৪, ০৩:০৮:৫২ রাত



হে আল্লাহ!

তুমিই আমার মহান প্রভূ, রব্বুল আলামীন

নেই কোনো আর ইলাহ্, তুমি বিহীন।

আমি তোমারই বান্দাহ, আমায় করেছ সৃজন

তোমার কাছে কৃত ওয়াদায়, থাকব দৃঢ় যথাসাধন।

আশ্রয় চাই তোমার কাছে

কৃতকর্মের কূফল যত আছে

স্বীকার করছি নত শিরে

যত ভোগ যাচ্ছি করে

নেয়ামত তোমার অগণন!

করছি স্বীকার করজোড়ে

যত আছে স্মৃতির ঘোরে

পাঁপ আমার আমরণ!!

ক্ষমা কর সকল পাঁপ, তোমার করুণা দ্বারা

কে আর আমায় করবে মাফ, তুমি আল্লাহ ছাড়া।

*************************

( সূত্র: বুখারী )

*************************

উপসংহারKiss***********

ও আল্লাহ! তুমি প্রভু

দিও না সাজা কভু

আমি পাগল আত্মহারা!

তুমি মালিক পরওয়ার

নেই কোনো উপাস্য আর

তুমি ছাড়া!!

**************************

******** (২৩-১১-২০১২)*******

বিষয়: সাহিত্য

১৯৮৩ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297653
২৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০৮
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সুন্দর লিখেছেন! আরো সুন্দর হোক! অনেক ধন্যবাদ
297673
২৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:১২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : তুমি মালিক পরওয়ার
নেই কোনো উপাস্য আর
তুমি ছাড়া!!

খুব সুন্দর খুব সুন্দর। ধন্যবাদ আপনাকে
297939
২৯ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:২০
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File