শীতার্ত মানুষের আকুতি যদি না বুঝি আমরা ইসলামের আইনকে কে দেবে পাহারা? ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৮ ডিসেম্বর, ২০১৪, ০২:২৬:৩৫ রাত
মানবতা আর মানুষের মমতা হতে হবে এক সাথে ,
নয়তো মনব জীবন হয়ে যাবে বৃথে ।
এক জনার অট্টলিকা অন্য জনার হাহাকার ,
তাইতো বিদান আছে ইসলামে অত্যন্ত উদার ।
যাকাত দাও তাকে যে খাওয়া পরা পাইনা ,
তবেই শীতার্ত দরিদ্র মানুষের থামবে কান্না ।
শীতার্ত মানুষের আকুতি যদি না বুঝি আমরা ,
ইসলামের আইনকে কে দেবে পাহারা ?
আমরা যদি মানি 'ইসলাম' হবে এ অবস্তার উন্নতি ,
এখুনি যাকাত দাও ''আহবান'' ধনবাদের প্রতি ।
যাকাত না দিলে তোমার যত অর্থ শত হাজার আরাম ,
খাওয়া দওয়া কর্ম হবে নিস্পল হবে জান্নাত হারাম ।
যদি থাকে জাহন্নমের ভয় হাত প্রসারিত কর মানবতার ,
তা হলেই কমে যাবে দেশে দরিদ্রতার হার ।
যদি আমরা আনতে পারি মানুষে মানুষে সমতা ,
পূর্ণ হবে জীবনের উদ্দেশ্য রবে মায়া শান্তির মমতা ।।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::;
আমরা শুধু এক বার ভাবি মনের
সকল আন্তরিকতা দিয়ে তবেই . . . . . . . . . ।
বিষয়: বিবিধ
১০৩১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পিলাচ পিলাচ পিলাচ পিলাচ
মন্তব্য করতে লগইন করুন