এবার রাজাকার হবো

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৭ অক্টোবর, ২০১৪, ০২:১৪:০১ রাত



এবার আমি রাজাকার হবো, পারলে ঠেকা

একের পর এক হচ্ছে সবাই, নয়তো একা।।

-

জিয়া-শফি-মঞ্জু-কাদের-জলিল লড়লো রণাঙ্গনে

তোর বাবা কেমন ছিল পাকিস্তানের ভজনাঙ্গনে।

সেদিন যারা যুদ্ধ করে স্বাধীন করলো দেশ

বলছস তারা রাজাকার? সাহস তোদের বেশ।

তাইতো এবার রাজাকার হবো পারলে ঠেকা

একের পর এক হচ্ছে সবাই নয়তো একা।

-

কোথায় ছিল সেদিন, তোর ডানে-বাঁয়ে আজকে যারা

দাদার বাড়ী মধুর হাড়ি রঙ্গ রসে কাটছে তারা।

আজকে তারা চেতনাধারী চেতনা বিলায়

এই চেতনা মুক্তিযোদ্ধাদের গুষ্ঠি কিলায়।

তাইতো এবার রাজাকার হবো, পারলে ঠেকা

একের পর এক হচ্ছে সবাই, নয়তো একা।

-

তোর পাশের রাজাকারেরা আজ মুক্তিযোদ্ধা

জাগছে মানুষ রুখতে তোদের গুষ্ঠিসোদ্ধা।

দাদার জোরে চলবে তুই আর কতকাল

রুখতে তোদের রাজাকারেরা ধরছে হাল।

তাইতো এবার রাজাকার হবো, পারলে ঠেকা

একের পর এক হচ্ছে সবাই, নয়তো একা।

২৬/১০/২০১৪

বিষয়: বিবিধ

১২৬০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278514
২৭ অক্টোবর ২০১৪ রাত ০২:২৬
সাদাচোখে লিখেছেন : তাইতো এবার রাজাকার হবো, পারলে ঠেকা

একের পর এক হচ্ছে সবাই, নয়তো একা

মাশাল্লাহ্‌
278523
২৭ অক্টোবর ২০১৪ রাত ০৪:০৩
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : তাইতো এবার রাজাকার হবো, পারলে ঠেকা

একের পর এক হচ্ছে সবাই,

মাশাল্লাহ্‌


278560
২৭ অক্টোবর ২০১৪ সকাল ০৯:০২
মামুন লিখেছেন : লেখাটি খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File