*****বালিকা******
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৭ অক্টোবর, ২০১৪, ০২:০৭:৩৫ রাত
*****বালিকা******
বালিকা
ও বালিকা
কি চলছে গো মনে?
চোখের ভাষায় হাতছানিতে
পাচ্ছ কি অফার ---কোন চিরকুটে?
রাস্তার মোড়ে
স্কুলেতে কিংবা ফোনে
দিচ্ছে কি কেও------ ডাক
প্রেমের পাতা ফাঁদে?
বালিকা ও বালিকা
তাতেই তুমি গলে যেওনা
পড় না আবার
নতুন------
কোন বালকের প্রেমে!
বালক তোমায় লোভ দেখাবে
পাতবে ফাঁদ
ফেলতে তোমায়
প্রেমের পাতা ফাঁদে।
বালিকা ও বালিকা
থেক সাবধানে
দিওনা পা
সেই সব পাতা ফাঁদে।
>>> লিখাটা লিখছি আমার ভাজতির ও এক ছাত্রির জন্য।( ভাজতি—সাপাহার পাইলটে পড়ে) যে কেবল পড়ে ক্লাস সেভেনে। হঠাত করে কে যেন তাকে চোখ মেরেছে। আর তাতেই তার কি উচ্ছ্বাস। প্রেমের পাতা ফাঁদে পা দেবার জন্য। এবাই ঈদে এই ঘটনা। আর ( ছাত্রি—মতিঝিল মডেলে পড়ে) ছাত্রি এবার কুমিল্লায় কালি পুজয় বেড়াতে গিয়ে কে এক ছেলে তাকে চিরকুট পাঠিয়েছে । তাকে ভাল লাগে--- মোবাইল নাম্বার দিয়ে।সে আজ এই নিয়ে কত কথা কত উচ্ছ্বাস নিয়ে বলা শুরু করেছিল আমার কাছে।
বিষয়: বিবিধ
১০৯৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন