*****বালিকা******

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৭ অক্টোবর, ২০১৪, ০২:০৭:৩৫ রাত

*****বালিকা******



বালিকা

ও বালিকা

কি চলছে গো মনে?

চোখের ভাষায় হাতছানিতে

পাচ্ছ কি অফার ---কোন চিরকুটে?

রাস্তার মোড়ে

স্কুলেতে কিংবা ফোনে

দিচ্ছে কি কেও------ ডাক

প্রেমের পাতা ফাঁদে?

বালিকা ও বালিকা

তাতেই তুমি গলে যেওনা

পড় না আবার

নতুন------

কোন বালকের প্রেমে!

বালক তোমায় লোভ দেখাবে

পাতবে ফাঁদ

ফেলতে তোমায়

প্রেমের পাতা ফাঁদে।

বালিকা ও বালিকা

থেক সাবধানে

দিওনা পা

সেই সব পাতা ফাঁদে।

>>> লিখাটা লিখছি আমার ভাজতির ও এক ছাত্রির জন্য।( ভাজতি—সাপাহার পাইলটে পড়ে) যে কেবল পড়ে ক্লাস সেভেনে। হঠাত করে কে যেন তাকে চোখ মেরেছে। আর তাতেই তার কি উচ্ছ্বাস। প্রেমের পাতা ফাঁদে পা দেবার জন্য। এবাই ঈদে এই ঘটনা। আর ( ছাত্রি—মতিঝিল মডেলে পড়ে) ছাত্রি এবার কুমিল্লায় কালি পুজয় বেড়াতে গিয়ে কে এক ছেলে তাকে চিরকুট পাঠিয়েছে । তাকে ভাল লাগে--- মোবাইল নাম্বার দিয়ে।সে আজ এই নিয়ে কত কথা কত উচ্ছ্বাস নিয়ে বলা শুরু করেছিল আমার কাছে।

বিষয়: বিবিধ

১১০৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278561
২৭ অক্টোবর ২০১৪ সকাল ০৯:০৪
মামুন লিখেছেন : দুর্দান্ত লিখনি মন ছুঁয়ে গেলো। অনুপমেয় অনুভূতিতে বিলীন হলাম। Thumbs Up Thumbs Up Thumbs Up
২৭ নভেম্বর ২০১৪ রাত ০১:৫৬
232337
গোলাম মাওলা লিখেছেন : ধন্যবাদ পড়ার জন্য
288048
২৫ নভেম্বর ২০১৪ রাত ১১:১৪
ইশতিয়াক আহমেদ লিখেছেন : খুব সুন্দর লিখা ,পড়ে ভালো লাগলো
২৭ নভেম্বর ২০১৪ রাত ০১:৫৬
232338
গোলাম মাওলা লিখেছেন : ধন্যবাদ পড়ার জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File