সম্পাদক মহোদয়ের কাছে সবিনয় জানতে চাই
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ২৭ অক্টোবর, ২০১৪, ০১:৪১:১৭ রাত
আজ হিজরী নববর্ষ ।
এই দিনে হিজরী সনের তাৎপর্য নির্ভর পোষ্ট স্টিকি না করার কারণ জানতে পারি কি ?
আমি এই বিষয়ে দুইটা লেখা লিখেছি :
1. http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/1864/fakhrul/55738
2. http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/1864/fakhrul/55751
তাতে আপনাদের দৃষ্টি আকর্ষন করেছিলাম ।
দয়া করে বলবেন কি : আপনারা কাদের পোস্ট নির্বাচিত তালিকায় যুক্ত করে থাকনে ?
দয়া করে বলবেন কি : স্টিকি হওয়ার মতো পোস্ট লেখার জন্য আমার মতো লোকদের কোন ধরনের যোগ্যতা অর্জন করতে হবে ?
দয়া করে বলবেন কি : ব্লগ সাইট পরিচালক বা সম্পাদক হওয়ার সর্বোত্তম যোগত্যা কি ?
বিষয়: বিবিধ
১৩২১ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মডু সাবদের কান বন্ধ.....
সবাই লিখতে পারেনা, যিনি অভ্যাসগত ভাবে লিখক, তিনি হয়ত লিখতেই থাকেন। তাঁর লক্ষ্যই থাকেনা যে, কে পড়ল আর কে পড়ল না সে বিষয়ে নজর দেবার। তবে তাদের যত্ন করতে হয়, মূল্যায়ন করতে হয়। নতুবা এরা হারিয়ে গেলে, মূল উদ্দেশ্যই পরিত্যক্ত হতে বাধ্য হবে।
ব্লগে এমন কমেন্টকারী ব্লগার আছেন যিনি পোষ্ট হবার সাথে সাথেই মন্তব্য করেন 'ভাল লাগলো' বলে। অথচ এত অল্প সময়ে পোষ্ট পড়া সম্ভব নয়। কপি পেষ্ট করতে গিয়ে বিতর্কিত পোষ্টেও ভাল লাগলো মন্তব্য ছুড়ে দেন। কেননা তাঁর লক্ষ্য সেরা মন্তব্যকারী হওয়া, তাঁর নামটি প্রকাশিত হওয়া।
একটি লিখা লিখতে প্রচুর সময় যায়, তার উপর যদি হয় তথ্যভিত্তিক লেখা, তাহলে তো আরো সময় সাপেক্ষ। তাই প্রকৃত লিখকের গঠন মূলক লিখনীকে মূল্যায়ন করতে হবে, নতুবা শুধুমাত্র মন্তব্যকারী পাঠকের পদচারনাই থাকবে। আর ব্লগ তার মর্যাদা হারাবে।
আপনাকে ধন্যবাদ ।
তারা জেনে শুনেই পোস্ট স্টিকি করেন ।
আপনাকে ধন্যবাদ ।
তারা জেনে শুনেই পোস্ট স্টিকি করেন ।
আপনাকে ধন্যবাদ ।
তারা জেনে শুনেই পোস্ট স্টিকি করেন ।
মন্তব্য করতে লগইন করুন