কাব্যে সুরা- ফালাক

লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ২৭ অক্টোবর, ২০১৪, ০১:৩৮:৩৫ রাত

ঊষার প্রভু নিশার প্রভু

তুমি প্রভু অস্ত-উদয়ের

সবকিছু প্রভু সৃষ্টি তোমার

তুমি সাথী সব সময়ের।

আশ্রয় গ্রহণ করছি আমি

ঊষার স্রষ্টার কাছে

তাঁর সৃষ্টি সকল অনিষ্ট

আর বালা মুসিবত থেকে।

রাতের অন্ধকারের অনিষ্ট

সে তো আর কম নয়

আস্তে আস্তে রাত্র যখন

গভীরতর হয়।

গিঁটে ফুঁক দেয়া জাদুকারিনীর

জাদুর অনিষ্ট থেকে

হিংসুকের সকল হিংসার অনিষ্ট

যখন হিংসা করে সে।

তোমার হাবিবকে শিখিয়েছিলে

এ কটি আয়াত প্রভু

যখন চিরুনিতে চুলে গিঁট দিয়ে

তাঁকে কুয়োতে করেছিল জাদু।

কুয়োর ভিতরে পাথরের তলে

দিয়েছিল তাঁকে বাধ

তখন তাঁকে মারার জন্যে

পেতে ছিল মহা ফাঁদ।

মহা এই বিপদের কালে তুমি তাঁকে

করেছিলে উদ্ধার

ভেঙ্গে চুরমার করে দিয়েছিলে

সকল ষড়যন্ত্রের দ্বার।

আমাদেরকেও বাঁচিয়ে রাখিও

সকল ষড়যন্ত্র থেকে

যেমনি করে মায়ের গর্ভে

সন্তান নিরাপদ থাকে।

বিষয়: সাহিত্য

১০৯৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278563
২৭ অক্টোবর ২০১৪ সকাল ০৯:০৫
মামুন লিখেছেন : লেখাটি খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
২৭ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩১
222361
রফিক ফয়েজী লিখেছেন : ধন্যবাদ
278622
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪৮
মাহফুজ আহমেদ লিখেছেন : খুবই ভালো লেগেছে।ধন্যবাদ
২৮ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৪
222504
রফিক ফয়েজী লিখেছেন : আলহামদুলিল্লাহ।ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File