স্মৃতি
লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ২১ ডিসেম্বর, ২০১৫, ০১:২৫:৪৫ রাত
সেই শেষ বিকেলে সোনালী সন্ধ্যায়। আমরা ক'জন
শান্ত ক্যাম্পাসের বৃক্ষ শ্যামলিমায়।
স্মৃতি গুলো বহমান নদীর মতো,আজও নিয়ে যায়
দীর্ঘ অতীতের সীমানায়। ছাত্র জীবন সমাপ্তিতে
কর্মব্যস্ততায় আজ আমরা দূর-দিগন্তে। কারও ঠিকানাও
জানা নেই,কে ব্যস্ত কোন ঠিকানায়। কেউবা সফল
কেউবা বিফল। কেউ ঘুরছে জীবন যুদ্ধের চাকায়।
স্মৃতি শুধু বারবার টেনে নিয়ে যায়
অতীতের আস্তানায়। কোথায় আমার বন্ধুমহল
কোথায় সুখের দিন ? বারে বারে হৃদয়তারে
বাজে শোকের বীণ।
বিষয়: সাহিত্য
১২০২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন