সিলেটী ভাষা না উপভাষা
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২১ ডিসেম্বর, ২০১৫, ০২:৪৪:৫৬ রাত
কোনটা ভাষা আর উপভাষা
তুমি বুঝবে কি?
কাব্য কলাম ভুলে এখন
ভাষাবিধ হয়েছ বুঝি?
'
যেমন খুশী তেমন কথা
বলছ যত্রতত্র
তথ্য ছাড়া সিলেট বিদ্বেষ
ছড়াও সর্বত্র।
'
সস্তা দামে কলাম লিখে
আশি টাকা তুলা বিকিয়ে
রাজ্য উদ্ধার করছ বুঝি
দেখছ তুমি দু’চোখ বুজি।
'
তাই বলি এই বয়সেও পড়
একটু সিলেটী ভাষা
তবে হয়তো বুঝবে কোনটা
ভাষা কোনটা উপভাষা।
'
কাব্য, কলাম,ভাষাতত্ত্ব
এক বিষয় নয়
মূর্খ বধির মানে তাহা
তোমার কেন ভয়?
'
যদি ভাবো জ্ঞানী তুমি
তবে জ্ঞানের প্রমান দাও
সিলেট বিদ্বেষ না ছড়ায়ে *
সিলেটী ভাষা শিখে নাও।
20.12.2015
বিষয়: বিবিধ
১১৯২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন