রুখতে হবে রাজাকার
লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ১৬ ডিসেম্বর, ২০১৫, ১২:৫৯:৫৯ রাত
বিজয় দিবস বিজয় দিবস
বলো তুমি কার ?
তোমায় যারা এনেছিল
সবাই কী আওয়ামী লীগার ?
আওয়ামী লীগের অনেক নেতাই
সেদিন ছিল ভারতে
তাহলে তুমি এসেছিলে
বলো চড়ে কার রথে ?
কীসের বিজয় পেলাম আমরা
পাক হানাদার হটিয়ে
পাক ভারতে ছিল যারা আজ
তারা মারছে মানুষ পিটিয়ে।
রাজাকাররা লেবাস পালটে
হয়ে গেল আওয়ামীলীগ
চাঁদাবাজ আর জুলুম বাজদের
আস্তানায় আজ তারাই ঠিক।
আসল মুক্তিযোদ্ধা আর
দেশ প্রেমিক জনতা
হাহাকারে মরছে ধুঁকে
দেশ হচ্ছে দেখে হাতছাড়া।
মনে মনে ভাবছে তারা
যুদ্ধ হবে আরেকবার
এ যুদ্ধেতে রুখতে হবে
ভারতীয় রাজাকার।
বিষয়: সাহিত্য
১২৮৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পাক ভারতের দালালরা আজ
মারছে মানুষ পিটিয়ে।
এভাবে হলে দারুন মিলতো।
ধন্যবাদ।
ধন্যবাদ
হয়ে গেল আওয়ামীলীগ
চাঁদাবাজ আর জুলুম বাজদের
আস্তানায় আজ তারাই ঠিক
চমৎকার বলেছেন। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন