রক্তে উত্থিত দেশ অথ্চ
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৬ ডিসেম্বর, ২০১৫, ১২:৩৩:৪০ রাত
অস্ত্রের তর্জনী উঁচিয়ে, পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে,
বন্দি দেশ রক্তে উত্থিত হয়েছিল,
অন্ধকারে জ্বেলেছিল স্বাধীনতার রক্ত প্রদীপ ।
রক্তের অক্ষরে অঙ্কিত হয়েছিল স্বতন্ত্র মানচিত্র ।
কথা ছিল সফেদ পায়রা উড়বে আকাশে
আর উপচে পড়া সুখ বয়ে ভোরের আলোয়
দেখবো পুলকিত দিগন্ত।
'
অথচ দীর্ঘশ্বাসগুলো এখনো শেষ হয়ে যায়নি
অশ্রুর ঝরনা দেখে, করুন আর্ত চিৎকার শুনে ,
মায়ের আঁচল আর বোনের রক্তাক্ত জামা দেখে।
'
এখন দিনের আলোয় স্বজনরা হারিয়ে যায়
তারপর ডোবা নদীতে ভেসে উঠে লাশ হয়ে।
ডাস্টবিনের পাশে দেখা যায় কুকুর আর
মানুষের কাড়াকাড়ি। দেখা যায় অগ্নিলাভা
শহর বন্দর গ্রামের পর গ্রাম জুড়ে।
অজানা আতঙ্কে উদ্ধাস্তু স্রোত প্রবাহিত হয় সমুদ্রে।
হরর গল্পের মত আজ আজব এক দেশ আমার।
১৫।১২।২০১৫
বিষয়: বিবিধ
৯৮৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন