আরো চাই আরো চাই

লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ১২ ডিসেম্বর, ২০১৫, ০৫:৩৭:৫৩ বিকাল

আরো চাই আরো চাই

যত চাই তত পাই

যত পাই তত চাই

আরো চাই আরো চাই।

কাঁড়ি কাঁড়ি টাকা চাই

হাঁড়ি হাঁড়ি ভাত চাই

গাড়ি চাই বাড়ি চাই

প্রভাব পতিপত্তি চাই

হিরা জহরত চাই

আরো চাই আরো চাই।

ক্ষমতা নাগালে চাই

নির্বাচন ভোট নাই

তাতে আপত্তি নাই

ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে যাই

আমি নেতা হতে চাই

আরো চাই আরো চাই।

চাল খাই গম খাই

রিলিফের টাকা খাই

বৈধ-অবৈধ নাই

যত পাই শুধু খাই

আরো বেশী খেতে চাই

আরো চাই আরো খাই।

সুদ খাই ঘুষ খাই

হালাল হারাম খাই

নিজের পরের খাই

পাড়া প্রতিবেশী খাই

ধনী গরিবের খাই

আরো খাই আরো খাই।

জবর দখলে খাই

কাছের দূরের খাই

নিজ পর সব খাই

খানাতে বাছ-বিচার নাই

তবু পেট ভরে নাই

আরো পাই আরো খাই।

ধর্ম-অধর্ম নাই

সামনে যা পাই খাই

খেতে খেতে শুয়ে যাই

তবু আরো খেতে চাই

খাওয়ার শেষ নাই

আরো চাই আরো খাই।

চাওয়ার যে শেষ নাই

পাওয়ার কমতি তাই

যত বেশী পেতে চাই

তত আমি নাহি পাই

সদা আমি ভাবি তাই

কী করে যে আরো পাই

আরো চাই আরো চাই।

সরকারী দলে তাই

মন যা চায় তাই পাই

কেউ কিছু বলার নাই

সাত খুন মাপ পাই

এত খুশী রাখি কোথায়

আরো পাই আরো চাই।

চেতে চেতে একদিন

এসে যাবে শেষ দিন

চাওয়ার যে শেষ নাই

আরো আরো পেতে চাই

অনেক অনেক চাই

আরো চাই আরো চাই।

চেয়ে চেয়ে শেষ বিদায়

নেবার যে জায়গা নাই

তবুওতো পেতে চাই

খালি হাতে চলে যাই

অতৃপ্ত রয়ে যাই

আরো চাই আরো চাই।

বিষয়: সাহিত্য

১৩০৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353709
১২ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৪৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : দারুণ লিখেছেন। বাস্তবতাকে তুলে এনেছেন সুন্দর ছড়ায়, ছন্দে। শুভকামনা রইলো ‍অনেক
১৩ ডিসেম্বর ২০১৫ রাত ১১:২৩
293805
রফিক ফয়েজী লিখেছেন : ধন্যবাদ সাথে থেকে সুন্দর মন্তব্যের জন্যে।
353742
১২ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৩৮
আবু জান্নাত লিখেছেন : মরন পর্যন্ত চাই চাই খাই খাই চলবেই।
১৩ ডিসেম্বর ২০১৫ রাত ১১:২৭
293806
রফিক ফয়েজী লিখেছেন : কবরের এক মুষ্টি মাটি না আসা পর্যন্ত মানুষের চাওয়ার শেষ নেই। তবে মুমিন মুত্তাকিদের অল্পতেই তুষ্টি।
353834
১৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৫৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো
১৩ ডিসেম্বর ২০১৫ রাত ১১:২৮
293807
রফিক ফয়েজী লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য।
359339
১২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৪০
একপশলা বৃষ্টি লিখেছেন : আরো চাই আরো চাই.
359780
১৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০১:৫৫
রফিক ফয়েজী লিখেছেন : অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File