দেখা হবে জান্নাতে
লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ২৮ নভেম্বর, ২০১৫, ০৬:১৫:১৯ সন্ধ্যা
শহীদি রক্তে ভেজা এ বাংলায় কালেমার পতাকা উড়বেই
সাধ্যকার দূর্বার এ কাফেলার অগ্রযাত্রাকে রুখবে।
আমাদের ধমনীতে শহীদের রক্ত যে রক্ত পরাজয় মানে না
বাতিলের সাথে মোরা লড়েই যাবো অন্যায় আবদার মানি না।
হয়তো শহীদ নয়তো গাজী এ ছাড়া অন্য কিছু জানি না
কাদের মোল্লা,কামরুজ্জামান,মুজাহিদ মোদের প্রেরণা।
ফাঁসির মঞ্চে গিয়ে গেয়েছে যারা জীবনের জয়গান
বাতিলের সাথে আপোষ করে নাই তুচ্ছ করেছে প্রাণ।
স্রষ্টার ডাকে সাড়া দিতে তারা হয়েছিল বড় আকুল
কখন জানটা নেবে তাদের এ জন্য ছিল ব্যাকুল।
পরিবারের লোকজন রাত এগারোটার পরে গিয়েছিল সেদিন
বিচারের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ হলো যেদিন।
দেখে মুজাহিদ সুন্নতিভাবে গভীর ঘুমে বিভোর
স্বপ্ন দেখে কখন পাবে সে সাক্ষাৎ মহান প্রভূর।
হঠাত তাহার ঘুম ভেঙ্গে যায় বাবা বাবা ডাক শুনে
বলে তোমরা এতরাতে কেন এসেছ এইখানে?
জালিম সরকারের ফাঁসির পয়গাম তাহলে কী এসে গেছে
মহান প্রভূ তুমিতো জানো সব সাজানো সব মিছে।
বলল বাবা শেষ দেখা করতে আজকে দিয়েছে তাড়া
তোমার ফাঁসির মঞ্চ তৈরি বাহিরে জল্লাদ খাড়া।
বললেন তিনি আলহামদুলিল্লাহ অপেক্ষায় ছিলাম এই দিনের
তাহলে আজকেই এ সুযোগ পাবো প্রিয় প্রভূর সাথে মিলনের।
যাদের সাক্ষিতে হয়েছে ফাঁসি তাদেরকে করে দিও ক্ষমা
মহান প্রভূই দেখবেন তাহা তোমরা কিছু বলিও না।
কুরআন হাদিস পড়বে তোমরা পড়বে সাহাবীদের জীবনী
সংগঠনকে আঁকড়ে ধরে রাখবে যার কাছে আমি ঋণী।
দেশবাসী এবং নেতা কর্মীদের কাছে পৌছিও আমার সালাম
অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করিও আমি আজ চলে গেলাম।
তোমরা সবাই ভালো থেকো মিলেমিশে থেকো একসাথে
তোমাদের সাথে দেখা হবে আবার দেখা হবে জান্নাতে।।
বিষয়: সাহিত্য
১৫৭২ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তার পর মন্তব্য লিখুন। ধন্যবাদ রফিক ভাই।
কবিতার আকারে সুন্দর একটা বিষয়কে আমাদের সামনে উত্থাপন করেছেন আল্লাহ আপনাকে এর প্রতিদান দিন
আপনাকে অনেক ধন্যবাদ
যারা নিরীহ মুসলমান ভাইদের হত্যা করেছে , করতে সাহায্য করেছে - এত বছরে কৃত অপরাধের জন্য মাফ তো চায়ই নি উল্টো দম্ভ করেছে ।
নিহতদের ওয়ারিশদের কাছে কি উনারা ক্ষমা চেয়েছেন ? বা ঐসব নিহতের ওয়ারিশগন কি তাদের ক্ষমা করে দিয়েছেন ?
ক্ষমা না চেয়ে , মাফ না পেয়ে , দম্ভ করে কিভাবে উনারা জান্নাতে যাবেন ?
বান্দার হক বান্দা না ক্ষমা করলে সেটা আল্লাহও ক্ষমা করেন না ।
আর , আল্লাহ কোন দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না ।
মন্তব্য করতে লগইন করুন