দেশটা এখন রাজাকারদের

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৬ অক্টোবর, ২০১৪, ১২:২৪:২৪ রাত



এ্যত লজ্জা রাখবে কোথায়

চেতনা ব্যবসায়ীরা শোন

দেশটা এখন রাজাকারদের

পালাবার প্রহর গোন।

-

তোমরা যাকে 'পিতা' বলে

মুখে তোদের ফেনা তুলো

তার জানাজার লোক গোনতে

স্মৃতির পাতা খুলো।

-

রাজাকারকূল শিরমনি বলে

গালি দিতে যাকে

চেয়ে দেখো কত মানুষ

কেমন ভালবাসে তাঁকে।

-

তোদের 'পিতা' মরার পরে

ছাড়লো মানুষ নিঃশ্বাস

'জাতির নেতা' মরে গিয়ে

দেখালো মানুষের বিশ্বাস।

-

চেতনার ব্যবসা ছেড়ে দিয়ে

সত্যের পথে আসো

তোদের পিতার বিদ্বেষ বিষ

অন্তর থেকে নাশো।

২৫/১০/২০১৪

বিষয়: বিবিধ

১২৫৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278141
২৬ অক্টোবর ২০১৪ রাত ১২:২৯
সালসাবীল_২৫০০ লিখেছেন : তথাকতিথ জাতীর বাবার বেইল নাই !
রাজাকারদের বাংলাদেশ ! বাহ বেশ !
278154
২৬ অক্টোবর ২০১৪ রাত ০২:২৯
শেখের পোলা লিখেছেন : জব্বর কইছেন বটে৷ তিনি মরিয়াই প্রমান করিলেন তিনি অবাঞ্ছিত ছিলেন না৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File