অন্তর জ্বলেরে জ্বলে বুকের ভিতর অন্তর জ্বলে…

লিখেছেন লিখেছেন মেরাজ ২৬ অক্টোবর, ২০১৪, ১২:১৬:৪৭ রাত

অন্তর জ্বলে রে জ্বলে,

বুকের ভেতর অন্তর আমার জ্বলে।

যখন বাবার জানাযায় কেউ আসলো না,

দেশবাসী বলে রে...

তখন আরো বেশী বেশী জ্বলে।

একেতে হায় অন্তরেতে গোপণ কষ্টের ঘাও

সে ঘায়েতে তোমরা কেন লবন ছিটাও?

তোমরা বাবার কথা বলে,

চোখেতে দাও মরিচ ডলে,

চোখের পানি গড়গড়াইয়া পড়ে চোখের তলে!

তখন আরো বেশী বেশী জ্বলে।

একেতে হায় কবরেতে দিয়াছি এক পাও,

তাতে তোমরা এখনি

বাঁশ চাটাই কিনত যাও।

বুঝি সবার মতিগতি

পেছনে চাও আমার ক্ষতি,

ঈমান আমলেই গোলাম আযম সেরা সবাই তাহার দলে...

অন্তর জ্বলেরে জ্বলে বুকের অন্তর আমর জ্বলে...



বিষয়: বিবিধ

২৯৩৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278142
২৬ অক্টোবর ২০১৪ রাত ১২:৩৩
সালসাবীল_২৫০০ লিখেছেন : আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ আসল জিনিস চিনে ফেলেছে !
২৬ অক্টোবর ২০১৪ রাত ১২:৩৪
221956
মেরাজ লিখেছেন : Praying
278162
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৩:৫৯
ভিশু লিখেছেন : যুগে যুগে ইসলামী আন্দোলনের বিরোধীতার মূল হাতিয়ারগুলো ছিলো কুটিল চক্রান্ত আর ঘৃণ্য অপপ্রচার। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরও তারই শিকার। তবে এদের আসল পরিচয়ের সামান্য একটুও যদি মানুষ সুস্পষ্টভাবে জানতে পারতো, তাহলে ঠিক এভাবেই দলে দলে তাঁদের ভুল ভাঙ্গতো, যোগ দিতেন আসল শান্তির স্বাদ পাওয়ার ও প্রতিষ্ঠার সংগ্রামে, প্রকৃত সাফল্য লাভের মিছিলে।
'ওয়ারাআই তান্নাসা ইয়াদখুলূনা ফী দীনিল্লাহি আফওয়াজা।'
278190
২৬ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৫৫
কাহাফ লিখেছেন :
"من عاد لى وليا فقدأذنتهبالحرب"
'আল্লাহ তাঁর বন্ধুদের প্রতি শত্রতা পোষণ কারীদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন।'
আল্লাহর দ্বীনের এই মহান সাধক অধ্যাপক গোলাম আজম এর বিরুদ্ধাচারণ মানেই স্বীয় অধঃপতন কে আমন্ত্রণ জানানো স্বেচ্ছায়।
278201
২৬ অক্টোবর ২০১৪ সকাল ০৭:২৬
মোস্তফা সোহলে লিখেছেন : ভালো লাগলো
278285
২৬ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৫৭
ফখরুল লিখেছেন : মসজিদে নববীতে গাবানা জানাজা নামাজের একাংশ।
মুসুল্লিদের উপছে পড়া ভিড়ের কারনে ৩ দফায় জানাজার জামাত অনুষ্ঠিত হয়। জানাজা নামজের ইমামতি করেন মাওঃ জাহাঙ্গীর আলম, মাওঃ রবিউল ইসলাম, ও মাওঃ রাকিব আল মাদানী।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File