নতুন ফর্মুলা - ‘একে খন্দকারকে আর মুক্তিযোদ্ধা বলা যাবে না’।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৬ অক্টোবর, ২০১৪, ১২:৪১:৫১ রাত



নতুন ঘোষনা - ‘একে খন্দকারকে আর মুক্তিযোদ্ধা বলা যাবে না’

২৫ অক্টোবর ২০১৪

মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এ কে খন্দকারকে এখন আর মুক্তিযোদ্ধা বলা যাবে না বলে মন্তব্য করেছেন সেক্টরস কমান্ডার্স ফোরামের সভাপতি কে এম সফিউল্লাহ। একে খন্দকারের সমালোচনা করে শফিউল্লাহ বলেন, তিনি স্বাধীনতাযুদ্ধে যাননি। তিনি বিশেষ উদ্দেশ্য নিয়ে কলকাতায় যান। আমরা যুদ্ধে গেছি মার্চ মাসে। আর উনি গেলেন মে মাসে। গিয়ে সোজা উঠলেন হেডকোয়ার্টারে। বাকি সময় তিনি সেখানেই ছিলেন। তাহলে তিনি কোথায় যুদ্ধ করেছেন? আবার ইতিহাস বিকৃতি করে বইও লিখেছেন। এখন তাঁকে আর মুক্তিযোদ্ধা বলা যাবে না।

সুত্র - http://mzamin.com/details.php?mzamin=NDcyOTY%3D&sMQ=%3D#.VEvuRQKsAXM

তাহলে একজন অমুক্তিযোদ্ধা এত দিন কিসের সেক্টর কমান্ডার ছিলেন ?

আর বাকিরা কেন এত দিন তার পিছনে ছিলেন ?


কে এম সফিউল্লাহদের মত যারা এত দিন এ কে খন্দকারকে নেতা মেনে সেক্টরস কমান্ডার্স ফোরামের কাজ করেছেন তারা অবৈধ। একজন অমুক্তিযোদ্ধা কে নিয়ে এতদিন যত আন্দোলন করেছেন , রাষ্ট্রের টাকা খরচ করেছেন , সেটার বিচার করতে হবে।

সেক্টরস কমান্ডার্স ফোরামের নতুন সভাপতি কে এম সফিউল্লাহর বক্তব্য অনুযায়ী আওয়ামীলীগের নেতারা যারা ১৯৭১ সালে ভারতে ছিলেন তারা তো মুক্তিযোদ্ধা হতে পারেন না। এমনকি যারা পাকিস্তানের কারাগারে ছিলেন তাদেরকে ও মুক্তিযুদ্ধের নেতা মেনে নেয়া অন্যায়।

সুবিধাবাদ নিয়ে এই সেক্টর কমান্ডার ফোরামের ২/৩ জন ছাড়া বাকি কেউ তো সেক্টর কমান্ডার নয়। তাহলে এই নাম দিয়ে কি দরকার ?

তাহলে সেক্টর কমান্ডার ফোরাম অকেন বৈধ নয় ?

৭ই মার্চের ভাষন শেষে জিয়ো পাকিস্তান বা জয় পাকিস্তান বলে কিনা, কথাটা কি এ কে খন্দকার নতুন বললেন?

এটা জাস্টিস হাবিবুর রহমান যার অধিনে নির্বাচনের মাধ্যমে আ'লীগ ২৫/২৬ বছর পর হ্মমতায় এসেছিল।যাকে আ'লীগের সবচেয়ে প্রগতিশীল মানুষ হিসাবে ধরা হয় তার বইতে ছিল,নির্মলসেনের বইতে ছিল, এ কথাটা

মইদুল হাসানের বইতে ছিল। পূর্বাপরে এস অর মির্জা, মইদুল হাসান, এ কে খন্দকারের কথোপকোথনের মধ্যে ছিল এবং এস আর মির্জা মুক্তিযোদ্ধাদের নিযোগ শিবিরের প্রধান ছিল। এ কথাটা শামসুর রহমানের বইতে ছিল,আতাউস সামাদের বইতে ছিল। একথাটার জন্য হ্মিপ্ত হওয়ার কারন কি ?

বিষয়: বিবিধ

১৮৩৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278153
২৬ অক্টোবর ২০১৪ রাত ০২:২৫
শেখের পোলা লিখেছেন : জানতাম কাকে কাকের মাংস খায়না, এখন দেখি খায়৷
২৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৪
223100
মাহফুজ মুহন লিখেছেন : আওয়ামিলীগ , জাসদ , বামেরা রেশমা নাটক খুব ভালো করে মঞ্চস্থ করে।
278183
২৬ অক্টোবর ২০১৪ সকাল ০৫:২৩
তহুরা লিখেছেন :
২৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৫
223101
মাহফুজ মুহন লিখেছেন : তালি দেবে , আবার সময় মত চেতনার বাশি বাজাবে
278266
২৬ অক্টোবর ২০১৪ দুপুর ১২:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমি কিভাবে মুক্তিযোদ্ধা হব???
২৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৭
223107
মাহফুজ মুহন লিখেছেন : দেখেন না সচিব থেকে শুরু করে গ্রামের আওয়ামীলীগের শিশুরা মুক্তি যোদ্ধা হয়ে যাচ্ছে , সনদ পাবেন , তবে শর্ত একটাই ওই যে। .................হতে হবে। শাহবাগে গেলেও হয়ে যাবে।
278770
২৮ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৬
কাঁচের বালি লিখেছেন : একদম সঠিক পোস্ট , আমিও মুক্তিযোদ্ধা হতে চাই ।
আওয়ামীলীগের জোড়া তালি মারা মুক্তি যোদ্ধা !
২৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৯
223108
মাহফুজ মুহন লিখেছেন : আওয়ামীলীগের জোড়া তালি মারা মুক্তি যোদ্ধা । আবার ভারতে মৌজ মাস্তি , ফুর্তি করেও মুক্তিযোদ্ধা হয়ে গেছে। কিন্তু ওদের বিরদ্ধে অথবা সত্য কথা বললেই রাজাকার , পাকিস্তানের এজেন্ট হয়ে যাবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File