মূর্খ এবং অশিক্ষিতদের ভোটের অধিকার বাদ দিন...........................

লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ২৬ অক্টোবর, ২০১৪, ১২:৪২:১৪ রাত

কোন ১ জন দার্শনিক বলেছিলো" ৩ জন মানুষের মধ্যে ২ জন মূর্খ হলে আমি গণতন্ত্র সাপোর্ট করিনা" অর্থাৎ সে দার্শনিক বুঝাতে চেয়েছে মূর্খের সংখ্যা বেশি হলে গণতন্ত্র ভাল ফল নিয়ে আসবেনা। ২ জন মূর্খ মিলে আরেকজন বলদকে নেতা নির্বাচন করবে। ফলে দেশের মানুষের হবে মহা ক্ষতি।

তেমনি আমাদের দেশের স্বাক্ষরতার হার ৫০% এর কাছাকাছি( ধরে নিলাম তারা শিক্ষিত) অর্থাৎ ২ জন মানুষের ১ জন নিরক্ষর। এই ১ জনেই ধ্বংস করছে দেশ। কিভাবে ব্যাখ্যা করি। ধরেন আপনি শিক্ষিত মানুষ নিয়মিত দেশের খোঁজ খবর রাখেন। আপনি ঠিক করেছেন ভাল ১টা দলকে ভোট দিবেন। খারাপ দলকে বর্জন করবেন। মজার ব্যাপার হচ্ছে সে খারাপ দল ১ জন অশিক্ষিত মানুষকে ৫০০ টাকা দিয়েছে তার পক্ষে ভোট দেওয়ার জন্য। সে মূর্খ লোকটাও টাকার লোভে কোন বিচার ছাড়াই সে খারাপ দলকে ভোট দিবে। আর বিচার করবে কি??? তার তো বিচার করার ক্ষমতাই নাই!!!!।

অর্থাৎ আপনার ভালোর পক্ষের ভোটের বিপরীতে মূর্খের ভোট আপনাকে হারিয়ে দিচ্ছে। তাই আমি মনে করি দেশ নিয়ে চিন্তা করার ক্ষমতা শুধু শিক্ষিতদের দেওয়া হোক। মূর্খরা আগে নিজের উন্নতি করুক তারপর দেশের কথা ভাববে.....................

বিষয়: বিবিধ

১১৬৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278188
২৬ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৪৮
নাছির আলী লিখেছেন : আপনাকে মুবারকবাদ
278215
২৬ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৫৩
আল সাঈদ লিখেছেন : সত্যি এটা করা উচিত। আপনার সাথে একমত
278263
২৬ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই যুক্তিতা আসলে "হোয়াইট ম্যানস বার্ডেন" এর মত একটি কু-যুক্তি। এর মাধ্যমে সাম্রজ্যবাদিরা তাদের শোষন কে বৈধতা দিতে চায়। ফিলিস্তিনে যখন ইয়াসির আরাফাত শেষবারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রিও এই ধরনের কথাই বলেছিলেন।
২৬ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪১
222074
মোহাম্মদ রিগান লিখেছেন : তবে আমাদের দেশের জন্য এটা করা জরুরী Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File