হিডেন মিনিং অফ কফি হাউজ
লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ২০ সেপ্টেম্বর, ২০১৭, ১১:২৮:১৬ সকাল
মান্নাদের কফি হাউজ গানটা বাংলাদেশে খুবেই জনপ্রিয়। আমারও খুব প্রিয়। অনেকে কাজের ফাঁকে গুনগুন করে এই গান গেয়ে যান।
পুরাতন বঁধুদের(বন্ধু) সাথে দেখা হওয়ার ছবির ক্যাপশন প্রায় সময় দেওয়া হয় এই গান দিয়ে। প্রায় সব প্রাপ্ত বয়স্ক লোকেই এই গানটির সাথে পরিচিত হলেও এই গানের অনেক ওয়ার্ডের মানেই অনেকেই জানেন না। যেমন ধরুন গোয়ানিজ ডিসুজার কথা। যে গ্রেন্ডের গিটারিস্ট। গোয়ানিজ মানে কি জানেন?? ভারতের গোয়া রাজ্যে বসবাসকারীদের বলা হয় গোয়ানিজ। মানে গানের ডিসুজাদের আদি বাড়ি গোয়ায়। এমন আরেকজন গোয়ানিজ মানুষ হলে বিখ্যাত সাংবাদিক এন্টোনি মাস্কারেনহাস। যে লিখেছে রেপ অফ বাংলাদেশ এবং বাংলাদেশ রক্তের ঋণ নামক ২টি বিখ্যাত বই।
"একটা টেবিলে সেই তিন/চার ঘন্টা , চারমিনারটা ঠোঁটে জ্বলতো" অনেকেই জানেন না যে চারমিনার ভারতের হাইদ্রাবাদের একটা বিখ্যাত মসজিদ। পরবর্তিতে একটা একটা সিগেরেট কোম্পানি চারমিনার নামের সিগেরেট বাজারে ছাড়ে । সেই সিগেরেটের প্যাকেটের গায়ে চারমিনারের ছবি থাকতো। মান্নাদের গানের লোক গুলো ছাড়াও আরো অজস্রে মানুষ চারমিনার খায়। এদের মধ্যে একজন খুবেই বিখ্যাত। নাম প্রদোষ মিত্র বা ফেলুদা। সত্যজিৎ রায়ের বিখ্যাত গোয়েন্দা চরিত্র।
বিষ্ণু দে আর যামিনী রায় পর্যাক্রমে সাহিত্যিক এবং চিত্রশিল্পী। বিষ্ণু দে কমিউনিস্ট ঘরানার লেখক ছিলেন। আর যামিনী রায় ছিলেন পটুয়া। ২ জনে ভাল বন্ধুও ছিলেন।
"অফিসের সোশ্যালে "এমেচ্যার" নাটকে রমারয় অভিনয় করতো"
অনেকেই গাওয়ার সময় এমেচ্যার কথাটা ধরতে না পেরে অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করে। এমেচ্যার মানে যে আনাড়ি সেটা তো এখন সবাই জানে।
এমন অনেক গান আছে যে গান গুলোর ভিতরে ওয়ার্ড ভাল করে না জানার কারণে বা অর্থ না জানার কারণে ভুল অর্থ করা হয়। লালনের বাড়ির পাশে আরশি নগর গানটা হইহই করে গাইলেও অনেকে জানেনা যে আরশি মানে আয়না। এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি। এক পায়ে নূপুর থাকলে সেটা কি আর নূপুর থাকে?? পায়েল হয়ে যায়না!!!
বিষয়: বিবিধ
১২৭১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন