ভাষার জন্য শুধু বাঙ্গালীরাই রক্ত দিয়েছে। কথাটা মিথ্যা.........

লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:২৪:৪৫ রাত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ই ফেব্রুয়ারিতে শহীদ হওয়া সব শহীদের আত্মাকে আল্লাহ কবুল করুক। জান্নাতের মাঝখানে যে মাদার ট্রি আছে(হাদিসে এসেছে) তার সুশীতল ছায়ায় রাখুক। আমিন।তবে আমাদের মনে রাখতে হবে সত্য ইতিহাস। আমাদের বই গুলোতে ভাষা দিবস সম্পর্কে কয়েকটি অর্ধসত্য বা মিথ্যা কথা বা মিথ্যা ইতিহাস শিখানো হয় বা লিখা হয়............ যেমন

১. ভাষার জন্য শুধু বাংলাদেশের বাঙ্গালিরাই প্রান দিয়েছে বা বাংলাদেশীদের ভাষার জন্য শুধু পাকিস্তানীরাই মেরেছে।

২. ভাষার জন্য শুধু বাঙ্গালিরাই মরেছে বা পৃথিবীর আর কোথাও ভাষার জন্য মানুষ মরেনি।

আসুন সত্যটা জেনে নি.....................

১. বাংলা ভাষার জন্য বাঙ্গালিরা রক্ত দিয়েছে ২ বার। ১৯৫২ সালে পাকিস্তানীদের হাতে আর ১৯৬১ সালের ১৯শে মে আসামের শিলচর রেলস্টেশনে ভারতের বিএসএফের হাতে। ১৯৬১ সালে মারা যায় ১১ জন। আশ্চর্যের বিষয় হচ্ছে সেই ১১ জনের মধ্যে ১ জন নারীও ছিলো, নাম কমলা ভট্টাচার্য। ১১ জনের ১ জনের নাম কানাই লাল নিয়োগী । এই নিয়োগী সাহেবের নাতী বাংলা ভাষার উপর একটি চমৎকার বই লিখেন নাম " বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা"। উনার নাতীর নাম ড. সৌমিত্র শেখর। যারা বিসিএস দিবেন তাদের কাছে নিশ্চয় বইটি পরিচিত। আপনার ঘরে থাকলে আজেই বইটির উৎসর্গ পাতাটি দেখুন।

২. বরাক উপত্যকাতেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার স্বীকৃতির আন্দোলনে ১৯৯৬ সালের ১৬ মার্চ শহীদ হোন বিশ্বের দ্বিতীয় নারী ভাষাশহীদ সুদেষ্ণা সিংহ। ঐদিন পুলিশের গুলিতে আহত হোন সহস্রাধিক বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাযোদ্ধা। শহীদ সুদেষ্ণার স্মরণে ভারত ও বাংলাদেশের মণিপুরীরা ১৬ মার্চ ভাষাদিবস পালন করে থাকে।

আগ্রহীরা উইকিপিডিয়াতে সুদেষ্ণা সিংহ লিখে সার্চ দিয়ে দেখতে পারেন।আর নাহলে আমি কমেন্টে লিঙ্ক দিয়েছি তা দেখুন।

তাহলে সত্য হচ্ছে ভাষার জন্য অনেক আন্দোলন হলেও আমরাই প্রথম ভাষার জন্য প্রান দিয়েছি এবং এই দিনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দিয়েছি..................

আবারো দোয়া রইলো সব ভাষা শহীদের আত্মার প্রতি.....................

লিঙ্ক- https://bn.wikipedia.org/wiki/%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A3%E0%A6%BE_%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B9

বিষয়: সাহিত্য

১৫২৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360065
২১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০১:১১
শেখের পোলা লিখেছেন : সমবেদনা রইল৷ আল্লাহ এদের ত্যাগকে কবুল করুক৷
360080
২১ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৭:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
360269
২৩ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:১৮
saifu islam লিখেছেন : হিন্দুরাও শহীদ হয়? জানালে ভাল হয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File