২১ তারিখ আসলেই,,,,
লিখেছেন লিখেছেন কিউট আহমদ ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:৪৬:১৫ রাত
ফেব্রুয়ারি মাসটা কি শুধু একটি দিনের জন্যে!
মাসের অন্য তারিখ গুলোতে কোন কিছুর খবর থাকে না। শুধু ২১ তারিখ আসলেই চেতনা দাঁড়িয়ে যায়।
প্রতিদিন আড্ডা জমে না, হিন্দি গান ছাড়া।
অথচ ২১ তারিখ আসলেই, "মোদের গৌরব,মোদের আসা।
আ-মরি বাংলা ভাষা"
গাইতে শুরু করে। আর সেই দিনের অর্থাৎ আজকের স্লোগান হলো,
জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।
শহীদের রক্ত মুছে যেতে দেবনা।
জামাত-শিবির রাজাগার,
এই মুহূর্তে বাংলা ছাড়। ইত্যাদি।
স্লোগানের অভাব নেই। অথচ এতো দিন মায়ের ভাষার কথা স্মরণ নেই। স্মরণ নেই ভাষা শহীদের।
আজ কেউ কিছুু বললে, সেই হবে রাজাকার,দেশদ্রোহী।
ভাষা শহীদেরা পুরা বছর,পুরা মাস ভাষার জন্যে যুদ্ধ করেছে। আর কিছুু প্রাণ ত্যাগ করেছে ২১তারিখে।
আর আমরা সারা বছর,সারা মাস ভাষার কথা ভুলে যায়। মনে পড়ে শুধু ২১ তারিখ আসলে।
তাও কি করি এই দিন,
রাতে মিছিল শোডাউন, কিন্তু সেই মিছে ভাষা শহীদদের নাম নেই না। নাম নেয় শুধু বঙ্গবন্ধুর।
এরপর শহীদ মিনারে ফুল দিয়ে, নেতার ফকেট খালি করে, বাসায় গিয়ে দেয় ঘুম।
আর দিনে নেতাদের জ্বালাময় ভাষন শুনে, স্লোগান দিয়ে নেতাকে খুশি করা।
এরপর জিলাবি,বিরানি খেয়ে সব শেষ।
অর্থাৎ এই বছরের জন্যে ভাষা দিবস।
আর অনেকে তো আজ সব কিছুু এফবিতে, টুটারের মধ্যে সেরে ফেলে।
আর রাস্তায় এসে বড় কথা বেঁচে চলে।
আর এভাবেই বাঙ্গালি ভাষা শহীদেদের গভীর ভাবে স্মরণ করে!!
বিষয়: বিবিধ
১০৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন