স্বপ্ন
লিখেছেন লিখেছেন কিউট আহমদ ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ০৮:০৬:২২ রাত
ছোট্ট একটি জীবন,কতই বা রঙিন স্বপ্ন -হয় আর পূরণ।ছোট্ট এই জীবন,কতই না রঙিন মানুষের -হয় আগমন!কত জনে আসে -আবার ফিরে যায়,কেউ বা এসে আবার-সব ভেঙে করে চুরমার।কেউ এসে হয়-আবার স্বপ্ন দেখায়,কেউ বা এসে শুধু,দু'চোখে অশ্রু জড়ায়।কেউ হয় আবার-অতি প্রিয় জন,কেউ বা হয় আবার,জীবন-মরণের কারণ।
বিষয়: সাহিত্য
৯৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন