তোমার কথা মনে পড়ে, স্বপ্ন যখন দেখি তোমাকে।
লিখেছেন লিখেছেন কিউট আহমদ ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ০৯:৪৭:১৯ সকাল
প্রতিদিন ঘুমাবার একটি ভাবনা নিয়ে শু'তে যায়।
আর তা হলো তোমার সাক্ষাৎ পাওয়া।
কারণ তুমি মিশে গেছো আমার আত্মার সাথে।
আমার রক্তের সাথে।
আমার প্রতিটি শিরা কনার সাথে।
যার কারণে তোমাকে নিয়ে আমার যত ভাবনা।
রাতে ঘুমাবার পর যখন তোমাকে আমার পাশে দেখি। তখন মনে মনে ভাবি আমিই মনে হয়ে পৃথিবীর সবচেয়ে সুখি পুরুষ!
তোমার নিশ্বাস যখন আমার কানে লাগে
তখন আমার প্রতিটি লোম দাঁড়িয়ে তোমাকে দেখার চেষ্টা। তোমার গন্ধ নেওয়ার জন্যে আমাকে বার বার উৎপুলিত করে!
আর তখন আমার মনে হয়। আমি
জান্নাতে তোমার পাশে আছি।
তখন ভুলে যায়, পৃথিবীর কথা। পৃথিবীর মানুষের কথা। পৃথিবীর ধুলা-বালির কথা।
পৃথিবীর বেজাল মিশ্রিত খাবার এর কথা।
তোমার মাঝে এমন কোন সুখ আছে যা আমাকে
সব কিছুু ভুলিয়ে রাখে।
কি এমন মায়া জালে বন্ধি করে রাখ আমাকে।
তবে কেন সারা দিন আমার সাথে থাকনা?
কেন তুমি শুধু রাতে আসো?
তাও আবার স্বপ্নে! ঘুম ভাঙ্গার সাথে সাথেই
তোমাকে আমি হারিয়ে ফেলি।
তখন তোমার সাথে কাটানো সময়টা ছাড়া
আর কোন স্মৃতি আমার কাছে থাকে না।
বিঃদ্রঃ এটা কাল্পনিক অনুকাব্য।
বিষয়: সাহিত্য
১৫১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন