যুদ্ধবিরতির জন্য শর্ত দিলেন প্রেসিডেন্ট বাশার আসাদ

লিখেছেন লিখেছেন জীবরাইলের ডানা ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ০৬:৩৪:৫৬ সন্ধ্যা



প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তুরস্ক তার দেশে জঙ্গি ও সমরাস্ত্র পাঠানো বন্ধ করলেই তিনি জঙ্গিদের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হবেন। স্পেনের এল পাইস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দিয়েছেন তিনি।

বাশার আসাদ বলেছেন, যেকোনো যুদ্ধবিরতিতে এই গ্যারান্টি থাকতে হবে যে, অন্যান্য দেশ, বিশেষ করে তুরস্ক সিরিয়ায় আর কোনো সন্ত্রাসী, যুদ্ধাস্ত্র বা কোনো ধরনের রসদ পাঠাবে না।

সিরিয়া সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে লড়াইরত উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশসহ অন্যান্য বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তুরস্ক, সৌদি আরব ও কাতার।

প্রেসিডেন্ট আসাদ ওই সাক্ষাৎকারে বলেন, “আমি বলেছি যে, আমরা সামরিক অভিযান বন্ধ করতে রাজি আছি। কিন্তু যে বিষয়টি তার চেয়েও গুরুত্বপূর্ণ তা হলো সন্ত্রাসীদেরকে তাদের অবস্থান শক্তিশালী করার পথগুলো বন্ধ করতে হবে।” দেশকে রক্ষা করা তার দায়িত্ব বলেও উল্লেখ করেন আসাদ।

তিনি বলেন, “যদি সিরিয়ার জনগণ চায় তাহলেই কেবল আমি ক্ষমতায় থাকবে। আর তারা যদি না চায় তাহলে আমি কিছুই করতে পারব না। তখন ক্ষমতা ছেড়ে দেয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না।”

উগ্র জঙ্গিদের বিরুদ্ধে সেনাবাহিনীর সাম্প্রতিক অনেকগুলো বড় বিজয়ে ইরান ও রাশিয়ার সমর্থন ‘অতি গুরুত্বপূর্ণ’ ছিল বলে তিনি উল্লেখ করেন। বাশার আসাদ বলেন, “নিঃসন্দেহে তাদের সহযোগিতা আমাদের প্রয়োজন ছিল; কারণ, বিশ্বের অন্তত ৮০টি দেশ কোনো না কোনোভাবে সন্ত্রাসীদের সমর্থন করছে।

বিষয়: বিবিধ

১০৩০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360107
২১ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:২১
কুয়েত থেকে লিখেছেন : বাশার আল্ আসাদ হারামির বাচ্ছা সিরিয়াকে ধ্বংস করেই প্রস্তাব দিচ্ছিস যুদ্ধ বিরতির..? এখন তো তোর পতনের সময়। এখন আত্বসর্মপন ছাড়া আর কোন পথ নেই। লেখাটির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File