- চেতনায় একুশ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ০৬:০৮:২৫ সন্ধ্যা



একুশ মানে ভাষার মাস

আশা ভালোবাসার মাস।

একুশ মানে ফাগুন মাস

বসন্ত আর ফুলের চাষ।


একুশ মানে মাতৃভাষার

নয় বাংলার শুধু একার।

একুশ মানে মনের ভাব

যার যেমন বলার স্বভাব।


একুশ মানে বক্ষে ধারণ

সব ভাষারই হবে চারণ।

একুশ মানে ত্যাগের মাস

শেকল ভাঙ্গার মুক্ত দাস।


একুশ মানে নয়তো দখল

নয় হাংগামা নয়তো নকল।

একশ মানে মনের মিনার

নিবারণের সকল ঘৃণার।


একুশ মানে খবরের পাতায়

লিখতে পারার স্বাধীনতাটায়।

একুশ মানে মুক্ত স্বাধীন

মিডিয়া নয় সরকারের অধীন।


একুম মানে বিটিভি সংবাদ

শুনবে সবাই নেই অপবাদ।

একুশ মানে বলার ধরন

হবেনা কারো রক্তক্ষরণ।


একুশ মানে মুক্ত কথার

ধরন হবে সভ্য প্রথার।

একুশে তাই জাগুক প্রাণ

মুক্ত বাকের বাজুক গান।


একুশ আমার একুশ তোমার

সকল ভাষার অলংকার।

বিষয়: বিবিধ

৯৩৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360106
২১ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:০২
কুয়েত থেকে লিখেছেন : চেতনা হউক পরিপূর্ণ ঈমানের সাথে একমাত্র ইসলামের জন্য। একুশ মানে ভাষার মাস ত্যাগ ও ভালোবাসার মাস।
একুশ মানে গোলামি মুক্ত স্বাধীনতা আর ভ্রাত্বিত্বের চাষ। ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
২১ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:১৫
298466
বাকপ্রবাস লিখেছেন : একুশকে আমরা শুধু বাংলাভাষা হিসেবে চিন্তা করি, কিন্তু সময় অনেক গড়িয়েছে, এটা এখন আন্তর্জাতিক মাতৃভাষা, এবং সব ভাষার প্রতি সম্মান রাখা চাই, কেউ কেউ হিন্দি ইংরেজী ইত্যাদি তুলনা করে অমুলক হীনমন্যতা দেখায়, একুশ এর পরিধি আরো বড়ো করে মাতৃভাষা হিসেবে দেখতে হবে, শুধু বাংলাভাষা নয়। ধন্যবাদ জানবেন খুব করে
360110
২১ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৫৭
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ৷
একুশ নিয়ে নয়ত ক্রোধ,
চাইনা এতে কোনই বিরোধ৷
একুশ হল সবার তরে,
একুশ আসুক ঘরে ঘরে৷
একুশতো নয় শুধুই গান,
আর শীব বেদিতে মাল্য দান৷
২১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:০৪
298467
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Applause Applause
360119
২১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৪৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : রম্য কবি আজ লিখলেন ভাবগম্ভীর কবিতা।

খুব ভাল হয়েছে।
২২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০২:৪৮
298497
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
360129
২২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১২:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চেতনা দেখেই পড়ার ইচ্ছা চলে গেল!
২২ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০২:৪৯
298498
বাকপ্রবাস লিখেছেন : হুম নামটা দেবার সময় সেটা আমিও বেশ ভেবেছি
361326
০৫ মার্চ ২০১৬ রাত ১২:৪০
আশাবাদী যুবক লিখেছেন : ভালো হয়েছে ৷
০৫ মার্চ ২০১৬ দুপুর ১২:২৩
299456
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ রইল কিন্তু

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File