- চেতনায় একুশ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ০৬:০৮:২৫ সন্ধ্যা
একুশ মানে ভাষার মাস
আশা ভালোবাসার মাস।
একুশ মানে ফাগুন মাস
বসন্ত আর ফুলের চাষ।
একুশ মানে মাতৃভাষার
নয় বাংলার শুধু একার।
একুশ মানে মনের ভাব
যার যেমন বলার স্বভাব।
একুশ মানে বক্ষে ধারণ
সব ভাষারই হবে চারণ।
একুশ মানে ত্যাগের মাস
শেকল ভাঙ্গার মুক্ত দাস।
একুশ মানে নয়তো দখল
নয় হাংগামা নয়তো নকল।
একশ মানে মনের মিনার
নিবারণের সকল ঘৃণার।
একুশ মানে খবরের পাতায়
লিখতে পারার স্বাধীনতাটায়।
একুশ মানে মুক্ত স্বাধীন
মিডিয়া নয় সরকারের অধীন।
একুম মানে বিটিভি সংবাদ
শুনবে সবাই নেই অপবাদ।
একুশ মানে বলার ধরন
হবেনা কারো রক্তক্ষরণ।
একুশ মানে মুক্ত কথার
ধরন হবে সভ্য প্রথার।
একুশে তাই জাগুক প্রাণ
মুক্ত বাকের বাজুক গান।
একুশ আমার একুশ তোমার
সকল ভাষার অলংকার।
বিষয়: বিবিধ
৯৩৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একুশ মানে গোলামি মুক্ত স্বাধীনতা আর ভ্রাত্বিত্বের চাষ। ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
একুশ নিয়ে নয়ত ক্রোধ,
চাইনা এতে কোনই বিরোধ৷
একুশ হল সবার তরে,
একুশ আসুক ঘরে ঘরে৷
একুশতো নয় শুধুই গান,
আর শীব বেদিতে মাল্য দান৷
খুব ভাল হয়েছে।
মন্তব্য করতে লগইন করুন