মিস্টার জাফর ইকবাল! আপনি কি শুনতে পাচ্ছেন?
লিখেছেন লিখেছেন শরীফুল ইসলাম শরীফ ২০ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:৩৮:৪৭ রাত
আজকাল পত্র-পত্রিকা ও অনলাইন জগতের হট নিউজ! জাফর ইকবালের আদর্শচ্যুতি! প্রগতিশীল পীর থেকে এক্কেবারে কাঠমোল্লা! সাংবাদিক পাড়ায় তোলপাড়! টিভি-টকশো গরম! কিন্তু চকবাজারের জিলাপী সম্ভবত ঠান্ডা!
জল কোন দিকে গড়াচ্ছে! ক্ষুব্ধ সুশীল সমাজ! ক্ষোভ-কষ্ট-হতাশার সন্ধিক্ষণে প্রজন্ম চত্ত্বর! একি করল জাফর সাহেব! নুন খাওয়ালাম আমরা আর গুন গাচ্ছে এখন মৌলবাদীদের!
এসব নিয়েই কাল্পনিক কনভারসেশন............
- হ্যালো, জনাব জাফর ইকবাল বলছেন?
- ইয়েস, বুদ্ধিজীবি-লেখক জাফর বলছি! তা তুমি কে বাবা?
- স্যার, আমি প্রথম আলোর রস-আলো’র সম্পাদক, আমার ডানপাশে এটিএন নিউজের মুন্নী সাহা ও প্রভাষ আমিন, একাত্তর টিভির নবনীতা চৌধুরী ও সামিয়া রহমান এবং বামপাশে সমকালের শামীমা মিতু, জনকন্ঠের সুমি খানসহ ইলেকট্রনিক-প্রিন্ট-অনলাইন মিডিয়ার শ’খানেক আপনার মুরিদান সাংবাদিকবৃন্দ! ফেসবুক-ব্লগে যারা আপনাকে প্রমোট করে, তারাও স্কাইপিতে কানেকটেড আছে!
- তো তোমরা সবাই একসাথে কেন? ব্যাপার কি বলো তো? তোমাদের উত্তেজনা দেখে আমার খুব কষ্ট লাগছে! খুব খারাপ লাগছে! শান্ত হও বাবারা! পাছে আবার আমি হার্ট অ্যাটাক করতে পারি!
- না স্যার! তেমন কিছু হয়নি! কিন্তু আমরা খানিকটা হতাশায় ভুগতেছি! গত কয়েকটি দিন খুব অস্থিরতার মধ্যে কাটছে! এমনকি অস্তিত্ব সংকটে পরার আশংকায় আছি!
- আহা! খুলে বলো। আমি ঠিক বুঝে উঠতে পারছি না!
- না মানে, ঐ যে বইমেলায় সেদিন কিসব বললেন স্যার? সেগুলো তো মৌলবাদীদের পক্ষে চলে গেছে.......
-ওহ আচ্ছা! এই ব্যাপার। আমি তো টেনশনে পরে গিয়েছিলাম। কি জানি কি হয়ে গেল!
- স্যার! আপনার ভক্তরা কিন্তু বেজায় ক্ষেপছে! সোশ্যাল মিডিয়ায় সমালোচনার তুফান বইতেছে! আফটার অল আমরা সাংবাদিকরাও হতাশ!
সারাবছর ঠুনকো বিষয় হলেও আমরা সবসময় আপনাকে ফলোআপ করে প্রচার করেছি! আপনার উপর শাবি ছাত্রলীগ যখন হামলা করল, মুন্নী তো বৃষ্টিতে ভিজে ভিজে লাইভ টেলিকাস্ট করেছে! আপনি কি প্রতিদান দিলেন স্যার??
- ধুর বোকা ছেলে! তোমরা আমাকে এখনও চিনতে পারলে না!
- শুধু তাই নয়! ব্লগার আসিফ মহিউদ্দিন আপনাকে পুরাই পচাঁইয়া দিছে! আপনি যে বিদেশী সায়েন্স ফিকশন বইগুলো অনুবাদ করে নিজের নামে চালিয়ে আসছেন, শালা তো সেটা ফাঁস করে দিয়েছে! হুমায়ুন আজাদের পোলা অনন্য আজাদ তো আরেকধাপ এগিয়ে! সে ঢাবির শিক্ষক কাবেরী গায়েনকে মাদ্রাসার ছাত্রী ও আপনাকে দালাল বলে গালি দিয়েছে! এমনকি ব্লগার পিয়াল, আরিফ জেবতিক, আরিফ রহমান, শাম্মি, ফারজানা, বাঁধনরা আপনার বিরুদ্ধে ফেবুতে ঝড় তুলছে! এসব শুনে তো নবনীতা অসুস্থ হয়ে পড়েছে আর প্রভাষ তো অসম্ভব চটেছে!
সামিয়া বলে দিয়েছে আপনাকে আর কোনো অনুষ্ঠানে ডাকবে না! মুন্নী সাহা বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে!
- শুনলাম গণজাগরণের ইমরান ও লাকি আপনার বিরুদ্ধে মানববন্ধন করতে যাচ্ছে!
- আরে বাচ্চা ছেলেরা! তোমরা তো দেখি বহুত বড় ভুল করেছ! যার জন্য করি চুরি সেই-ই বলে চোর! ওদের বকবকানি থামাতে বলো! আমার কোনো পরিবর্তন হয়নি।
- স্যার, ব-দ্বীপের প্রকাশক শামসোজ্জাহা মানিকের জন্য আপনি কিছু লিখলেন না কেন? কিংবা কোনো সংবাদ বিবৃতিও দিলেন না! অথচ রাজীব হায়দার ওরফে থাবা বাবাকে তো ব্যাপক প্রমোট করেছেন।
- কিসব বলছ! তোমাদের মাথা ঠিক আছে তো? তোমরা বিষয়টি অন্যভাবে নিও না। আমি পরিস্থিতিটা জাস্ট সামাল দিয়েছি। বিকল্প কোনো উপায় হাতে ছিল না।
- আর সবাইকে জানিয়ে দাও, জাফর ইকবালের চেতনার ফিল্টার আগের মতোই আছে! নো টেনশন.......
- জানতো এবার বইমেলায় মৌলবাদীদের সন্তানরা আমার বই বেশি একটা কিনছে না! তাই একটু ডোজ দিলাম! এই সহজ জিনিসটা তোমরা বুঝলে না! আগে বইয়ের কাটতি বাড়ুক পরে তোমাদের পুষিয়ে দিব…………
ইহাই হলো জনাব জাফর সাহেবের বহুমাত্রিক চরিত্রের কারিশমা! তার আছে চেতনার ফিল্টার আছে! সেটা দিয়ে তিনি মেজার করেন, কখন কি বলতে হবে বা লিখতে হবে………………….
বিষয়: বিবিধ
২৬০৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন