বইমেলায় ক্র্যাশ খাইলাম!
লিখেছেন লিখেছেন শরীফুল ইসলাম শরীফ ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:৪৫:২০ সকাল
একজন বহুমাত্রিক মানুষকে নিয়ে ভাবছি। তিনি আর কে হবেন? পৃথিবীর সবাই তো ভাবে! সে যেই হোক না কেন! হতে পারে কাম্মীরের কোনো সুন্দরী বালিকা কিংবা হলিউড-বলিউডের কৃত্রিম আইটেম গার্লদের নিয়ে! এতক্ষণে হয়ত অনেকে নানাকিছু ভেবে বসে আছেন। কিন্তু না আমি সেইরকম কিছু ভাবছি না। বেটে কমরেড কিভাবে মুসলিমদের ঝান্ডা হাতে নেয়! অনেকটা সেভাবে! মেলায় যেয়েই বাংলা একাডেমি প্রাঙ্গণে ঢুকে পড়লাম। যদিও মাঝপথে কম ভোগান্তি পোহাতে হয়নি! বাংলার রাজা ওরফে কামাল সাহেবের ভদ্র পুলিশ মশাইরা তো রীতিমতো নাজেহাল করে ছাড়ছেন! সময় প্রকাশনীর ব্যাগের একটি বইকে অনুবীক্ষন যন্ত্র দিয়ে জাস্টিফাই করলেন! মলাটবদ্ধ বইটি কি মুফতি হান্নানের ভিন্ন কৌশলের গ্রেনেট না তো?
তবে ক্র্যাশটা ঠিক একটু পরে খেয়েছি! কেন যে নজরুল মঞ্চ বরাবর চোখ রাখলাম! বিশ্বাস হচ্ছিল না! কনফার্ম হওয়ার জন্য আরেকটু কাছে গিয়ে দর্শন করলাম। আপাতত চোখ সুস্থই আছে! চোখে চোখ পরে গেল। তাই না দেখার ভান করে কেটে পড়লাম। বলুন তো কে হতে পারে? যাগগে এসব! ঘটনার রহস্য ফাঁস করি তাহলে! কর্ণেল তাহেরের যোগ্য ছোট্ট সহোদর আনোয়ার হোসেনকে চিনেন তো? একাধারে তিনি জাবির রোহিঙ্গা ভিসি, বাম ধর্মের আলেমে দ্বীন! কিন্তু তাকে দেখে ক্র্যাশ খাইলাম কেন? আমি ঠিক ক্র্যাশ খাইতে চাইনি! তিনি-ই বাধ্য করলেন! যে লোকটির পা থেকে মাথা পর্যন্ত প্রগতিশীলতার আবরণ। হরহামেশাই তিনি কমিউনিস্ট তত্ত্বের বুলি আওড়ান! সেই তিনিই কিনা ‘সত্যাদর্শন’ নামক একটি ইসলামি বইয়ের মোড়ক উন্মোচন করছেন! ইসলাম শব্দটা দেখে কিছুটা হতবম্ব হয়ে গেলেন নাকি? আরে না! এই ইসলামি বইয়ের রূপকার দেশের মহতী পাগলবাজদের সর্দার জাকের পার্টি! তাই তো আমিও দিন-দুপুরে ক্র্যাশ খাইলাম!
বিষয়: বিবিধ
১১৫৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন