আম্মু, আমি সুশীল হবো!
লিখেছেন লিখেছেন শরীফুল ইসলাম শরীফ ২৯ ডিসেম্বর, ২০১৫, ১০:৪৯:৫৭ রাত
১/১১ এর ক্রান্তিলগ্নে সুবিধাবাদী সুশীলসমাজের বহুগামিতাকে ব্যঙ্গ করে ড. রেদোয়ান সিদ্দিকী তখন উপরের অদ্ভুত শিরোনামে কলম ধরে ব্যাপক সাড়া জাগিয়ে ছিলেন। আসলে অভিজ্ঞতা না থাকলে কিছু মুখোশধারী বুদ্ধিজীবিদের আসল চরিত্র আবিষ্কার করা যায় না।
বিশ্বাস করুন আর না করুন। সত্যকে খুব কাছ থেকে দেখেই বলছি! বাংলাদেশের অধিকাংশ বিশিষ্ট ব্যক্তিবর্গ টাকার বিনিময়ে বিভিন্ন সেমিনারে মুখরোচক বক্তব্য বিক্রি করেন। কোনো প্রোগ্রামে প্রধাণ অতিথি করতে তাদের ব্যক্তিগত সহকারিদের সাথে যোগাযোগ করলে হাতে ধরিয়ে দেন বাহারি টাকার লিস্ট! Exceptional Can’t be Example। খাটি বুদ্ধিজীবিরা সবসময়ই সম্মানের পাত্র। কেউ কেউ আবার ৫/১০ হাজার টাকায় কোনো প্রোগ্রামে আসেননা। সম্মানী ছাড়া কোনো অনুষ্ঠানে যাওয়ার প্রশ্ন আসে না! আর এসি গাড়ি ভাড়া, সুপারস্টার হোটেলে খাবার, চকচকে ক্রেস্ট তো আছেই!!
আর কিছু বলার নেই। তবে যারা টাকার বিনিময়ে জাতিকে জ্ঞান দান করেন, সেই পরামর্শ ও জ্ঞান কতটা কার্যকর হবে সেটা পাগলের বড় ভাই ছাগলেও বুঝে…
বিষয়: বিবিধ
১৩০৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন