জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মসজিদের কার্পেট পূজা মণ্ডপে! এ তো দেখি ডিজিটাল অসম্প্রদায়িকতা..........
লিখেছেন লিখেছেন শরীফুল ইসলাম শরীফ ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১০:৩১:৫৪ সকাল
একেই কি বলে অসম্প্রদায়িকতা! নিজেই পাল্টে যাচ্ছে নাকি আমরাই পাল্টাচ্ছি অসম্প্রদায়িক চেতনার ডেফিনেশন? নাকি চেতনায় শান পড়ছে? ভারতীয় শিবসেনাদের প্রেসক্রিপশন বাস্তবায়ন নয় তো? পর্দার আঁড়ালে কোনো মহল ষড়যন্ত্রের ফাঁদ পাততে চাচ্ছে কি? নাকি হিন্দু ধর্মের দেউলিয়াত্বের বহি:প্রকাশ?
প্রশ্নের বিপরীতে প্রশ্ন ঘুরপাক খচ্ছে। উত্তর মিলছে না। হঠাৎ কেন দাদাদের মাথাচড়া? ধুতি ছেড়ে মসজিদের কার্পেট কেন? স্বয়ং শেখের বেটি এগিয়ে এসেছেন। তবে প্রশ্ন করার আগেই! কিভাবে? প্রধানমন্ত্রীর বক্তব্য মনে আছে তো? প্রগতিশীলরাও হরহামেশায় ঢেকুর তুলে থাকেন। ধর্ম যার যার উৎসব সবার! সেই স্লোগান জাবিতে খানিকটা মডিফাই হয়েছে। আপডেট ভার্সন! ধর্ম যার যার মসজিদের কার্পেট সবার! তাই আগামীতে মসজিদের বারান্দায় পূজা মণ্ডপ তৈরি হলেও অবাক হবো না!
এ কোন যুগ রে ভাই! ক্ষমতা থাকলে কি না করা যায়! ওনারা আজ কার্পেট নিচ্ছেন, কাল তো জায়নামায নিবেন! কারণ বাংলাদেশ এখন পরিপূর্ন ধর্মনিরপেক্ষ-অসম্প্রদায়িক! তাহলে আওয়ামীলীগ ক্ষমতায় থাকাটাই কি অসম্প্রদায়িকতার চাওয়া-পাওয়া?
আচ্ছা, অসম্প্রদায়িকতা শুধু কি মুসলিম রীতিনীতি কাটছাঁট বা শিথিল করার মাঝে? জানাযা, ঈদ এমনকি নামাযে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মালম্বীদের কি আদৌ বিচরণ লক্ষ করা যায়? কই তারা তো অসম্প্রদায়িক হতে মুসলিমদের মতো এতো লাফালাফি করে না। তাহলে নিশ্চয়ই নন-মুসলিমরা সম্প্রদায়িক! তবে আবরণটা ভিন্ন। ঠান্ডা মাথায় মগজ ঝালাই করলে তা একদম স্পষ্ট!
গেল সরস্বতী পূজায় জাবিতে রচিত হয়েছে ইতিহাসের এক ন্যাক্কারজনক অধ্যায়। ছাত্র রাজনীতির প্রভাব খাটিয়ে মসজিদের কার্পেট দিয়ে পূজা মণ্ডপ সাজিয়েছে সোনার ছেলেরা! দেখুন কায়দা করে কিভাবে হিন্দুরা মুসলিমদের প্রতি সম্প্রদায়িক আচরণ করলো!ক্লিক করুন!
বিষয়: বিবিধ
১৪০২ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধর্ম যার যার উৎসব সবার(শুধু মুসলমানদের)
চলছে , চলবে ........
আজ হোক বা কাল পূর্ব আকাশে বিজয়ের হাসি জাগতে পারে..
জাবি হয় তো সে দিকেই এগুচ্ছে! অল দ্য বেস্ট। ভালো থাকুন। মন্তব্য করায় স্পেশাল থ্যাংকস!
আজকে তারা কার্পেট নিয়েছে , তাদের ঠেকানো হোয়নি কালকে তারা মসজিদের ভিতর ই ঠাকুর বানানোর দাবী তুলবে , ও এটা ও তারা পারবে আমার ধারনা বাংলাদেশের অবস্থা দেখে । অবশ্য আললাহ ভাল জানেন ।
আপনাকেও আপনাকে ও অনেক ধন্যবাদ ।
আজকে তারা কার্পেট নিয়েছে , তাদের ঠেকানো হোয়নি কালকে তারা মসজিদের ভিতর ই ঠাকুর বানানোর দাবী তুলবে , ও এটা ও তারা পারবে আমার ধারনা বাংলাদেশের অবস্থা দেখে । অবশ্য আললাহ ভাল জানেন ।
আপনাকেও আপনাকে ও অনেক ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন