প্রার্থনা (দাও কল্যাণ দুনিয়াতে আর মুক্তি পরকালীন)
লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ৩০ ডিসেম্বর, ২০১৫, ১২:৩৩:০৩ রাত
আল্লাহুম্মা রব্বানা! লা ইলাহা ইল্লা আনতা মাওলানা
প্রভু! ক্ষমা করো, দয়া করো! কবুল করো প্রার্থনা!!
দাও কল্যাণ দুনিয়াতে আর মুক্তি পরকালীন
জীবনকে ভরে দাও পূর্ণতায় রব্বুল আলামীন!!
গড়েছো এই পৃথিবী সৌন্দর্য ভরে
বানিয়েছো আমাদের সুন্দর করে
দিয়েছো আহার, পানীয়, নিয়ামত সীমাহীন
দাও কল্যাণ দুনিয়াতে আর মুক্তি পরকালীন
দাও আমাদের পথের সন্ধান
সহজ সরল চির অম্লান
আমাদের জীবন কবুল করো ইকামতে দ্বীন
দাও কল্যাণ দুনিয়াতে আর মুক্তি পরকালীন
চাই যাঞ্চা, করো সংশোধন
রাসূলের চরিত্রে জীবন গঠন
ছেড়ো না আমাদের একপলকও নিজের অধীন
দাও কল্যাণ দুনিয়াতে আর মুক্তি পরকালীন
বিষয়: সাহিত্য
৯৯৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন