গ্রীক মিথ থেকে আসা ইংরেজি শব্দ
লিখেছেন লিখেছেন মোহাম্মদ রিগান ২৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:৫৬:৫৮ দুপুর
অনেক ইংলিশ ওয়ার্ড এসেছে গ্রীক মিথলজি থেকে । নিচে সে গুলোর কিছু দেওয়া হল......
১.Chronological- ১টা নির্দিষ্ট সময়ের পরপর( গ্রীকদের সময়ের দেবতার নাম ক্রনস, এই লোক আবার গ্রীকদের প্রধান দেবতা জিউসের বাবা)
২. Echo- প্রতিধ্বনি( ইকো ছিলো ১ নিম্ফ, জিউসের বউ হেরা তাকে অভিশাপ দেয়, সে যেনো সারা জীবন মানুষের কথা রিপিড করে)
৩. Hypnosis- আটিফিশিয়াল ভাবে ১ জনকে ঘোরে নিয়ে যাওয়া( গ্রীক মিথলজিতে এই নামের ১ লোক ছিলো যাকে দেখলে মনে হত মৃত, হেরা জিউসকে হিপনোসিসকে দিয়ে ধোঁকা দিয়েছিলো)
৪. Nemesis- প্রতিশোধপরায়ণ বা যাকে হারানো যায়না( নেমেসিস হচ্ছে গ্রীকের শেষ বিচারের দেবী। কেউ তার বিচার থেকে বাঁচতে পারবেনা বলে একটা কথা প্রচলিত ছিলো)
৫. Tantalizing- কোন কিছু এমন ভাবে প্রদর্শন করা যে, যেন আপনি সে আশায় বসে থাকেন। সোজা কথায় মুলা ঝুলানো আর কি( নিজের ছেলেকে খাওয়ার অপরাধে গ্রীক দেবতারা টেন্টেলাস কে শাস্তি দেয় এইভাবে যে তাকে পানিতে দাঁড় করিয়ে দেওয়া হয় আর উপরে দেওয়া হয় ফল। সে যখন পানি খায়তে যায় তখন পানি নিচে নেমে যায় আর ফল খায়তে চাইলে পানি তাকে ততটুকু উঁচুতে উঠবে যতটুকু উঠলে সে আর এক্টুর জন্য নাগাল পাবেনা)
বিষয়: বিবিধ
১৩৮৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন