'হলুদ' সাহার চরিত্র
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৪৭:০০ রাত
হাসির চোটে পেট কি ফাটে,
দেখিস তোদের?
মাথা গেছে হেড হয়ে,
কারণ লজ্জা মোদের।
-
একি! কারবার করলি তোরা
দুইজন মিলে
তাও আবার ছবি তোলে যত্রতত্র
ছড়িয়ে দিলে।
-
ফুর্তি করবি দুইজন মিলে
হোটেল কিংবা বাসায়।
রাস্তায় এসে করছ খেলা মিডিয়া
নিয়ে কোন আশায়?
-
নাহিদ চাচার আদর্শ আর
থাকলো নাতো কিছু,
তাইতো চাচা 'বাম' ছেড়ে
নিলেন 'রামে'র পিছু।
-
'হলুদ' সাহার চরিত্রটা
সবার জানা আছে।
কিন্তু চাচা হাসির মাঝে
কেন এত তার কাছে???
২৭/০৯/২০১৪
বিষয়: বিবিধ
১০১৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সেল্পি
তাসলিমাকে দেখে হিংসা হয়-
তাই একটু বাজিয়ে দেখা আর কি!!
ওসবে চোখ/কান দিতে নেই!
এমনই নিয়ম ভাই৷
সাহা যদি নাহিদে ডাকে,
বেঁধে ফেলে সাত পাকে,
কিছুই বলার নাই৷
মন্তব্য করতে লগইন করুন