যুক্তরাষ্ট্রের হুশিয়ারি; কঠিন চ্যালেন্জে্র মুখে বাংলাদেশ// হয় যুক্তরাষ্ট না হয় রাশিয়া যেন শ্যাম রাখি না কুল রাখি//

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ০১:০৭:২০ রাত

রাশিয়ার সঙ্গে বানিজ্যে ঢাকাকে যুক্তরাষ্ট্রের হুশিয়ারিতে কঠিন চ্যালেন্জে পড়েছে দেশ।

গতমাসে এক নোটে রাশিয়ার সঙ্গে বানিজ্য করলে বাংলাদেশের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপের সতর্কবানী দেয় যুক্তরাষ্ট্র দুতাবাস।

এনিয়ে ভীষন দুশ্চিন্তায় পড়েছেন ব্যাবসায়ীরা। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রর নির্দেশ মানলে হুমকিতে পড়বে দেশটির সঙ্গে সম্ভাব্য ৮ হাজার কোটি টাকার বানিজ্য , এক বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ক্রয় চুক্তি ও রুপপুর পরমানবিক কেন্দ্রের ভবিষ্যত। পাশাপাশি চীনের ৫ বিলিয়ন ডলারের সহায়তার প্রতিশুতিও অনিশ্চয়তা পড়বে।

কারন নতুন আন্তর্জাতিক মেরুকরনে চীন -রাশিয়া এখন ঘনিষ্টতম বন্ধু। ব্রিকসের উদ্যোক্তা রাশিয়া-চীন আপত্তি তুললে নতুন বহুজাতিক ব্যাংটিতে যোগ দিতে বেগ পেতে হবে দেশকে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের আস্তায় আসতে না পারলে দেশের ওপর থেকে টোকিও সহযোগিতার হাত গুটিয়ে নিতে পারে। করন জাপান-যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। অন্যদিকে বাংলঅদেশকে সর্বোচ্চ সহায়তাকারী দেশ জাপান।

সব মিলিয়ে এক কঠিন চ্যালেন্জের মুখে পড়েছে বাংলাদেশ।

বিষয়: বিবিধ

১২৯৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269376
২৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:১৫
কাজী লোকমান হোসেন লিখেছেন : ভালোবাসার সবুজ উদ্যানে সদ্য ফোটা গোলাপের আনন্দে নিজের মনের কথা গুন গুন করে বলতে থাকা প্রেমিক , প্রেমিকার মত যদি আমাদের রাজনীতিবিদরা দেশকে ভালোবাসতেন তাহলে এতদিনে আমরা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর জাতী হিসেবে নিজেদের পরিচয় দিতে পারতাম , ধন্যবাদ Rose Rose
269377
২৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:১৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

ওসব কিছু না- সবই দাবার চাল-
সব কিছু ঠিক হয়ে যাবে কাল,

কারণ মারা পড়ে পাবলিক,
সর্দাররা আপোষ করে নেয় ঠিক
ক্তকিছু ঘটে যায় পর্দার আড়ালে
সবই তো বাঁধা লেনদেনের মায়াজালে
269396
২৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:৩১
সাদাচোখে লিখেছেন : বাংলাদেশের মূল ধারার সব রাজনৈতিক নেতৃবৃন্দরা - যে ভাবে আল্লাহ দ্রোহ করেছে এবং প্রতারককে নিজেদের লিটারেল 'রব' বানাতে গিয়ে আজকে 'এ টু জেড' অবধি আমেরিকার প্রতারনার ফাঁদে ইচ্ছায়, অনিচ্ছায় আটকা পড়ে গেছে - এখন তার সামনে শুধু একটাই পথ, আর তা হলঃ
- সুদে আসলে প্রতারকের চাওয়া পাওয়া অনুযায়ী নিজেকে উজাড় করে শুধু দিয়েই যাওয়া।

রিকোর্স করতে চাইলে বাংলাদেশের কপালে সিরিয়া, ইয়েমেন, লিবিয়া বই অন্য কিছু জুটবে না। ক্ষেত্র প্রস্তুত।

সেক্যুলার সেন্স হতে স্মার্ট সল্যুইশান হল 'জাফর ইকবাল স্টাইল' - উজাড় করে যখন দেব ই তখন কিছু সুবিধা আদায় করে নেই - কারন বাংলাদেশ তো আর হনেস্টলী পরকাল বিশ্বাস করেনা।

এ অবস্থায় পতিত হয়ে এখন আর ন্যায়, নীতি, আইন আদালত, স্বাধীনতা, কিংবা ইসলাম - কোন কাজে লাগবে না।
269449
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:১৪
ইসলামী দুনিয়া লিখেছেন : এভাবে ৩য় বিশ্বযুদ্ধের সূত্রপাত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File