স্বার্থপর

লিখেছেন লিখেছেন আমরোযিয়া ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ০১:২৭:০৪ রাত

তোমার জন্য

অপেক্ষার প্রহর গোনাও

অনেক আনন্দের।

দীর্ঘ বিরতির পর

তোমার কন্ঠস্বর-

ঘন কুয়াশার মাঝে

এক চিলতে সোনালি রোদ।

বিষম ব্যস্ততা, শহুরে যান্ত্রিকতা

যখন অবসন্ন করে ফেলে মন;

তোমার একটু হাসিই

আমার ক্লান্তি নিবারক তখন

দিনের সকল অবসাদ ছাপিয়ে

চোখে আনে স্বস্তির ঘুম

আজ বুঝি-

আমি নিতান্তই স্বার্থপর

তাইতো নিজে ভালো থাকার স্বার্থেই

তোমায় ভালোবাসি।

বিষয়: সাহিত্য

৮৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File