ভাবনাগ্রস্ত
লিখেছেন লিখেছেন আমরোযিয়া ০৩ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৪৫:৫৫ দুপুর
খুব ইচ্ছে করে
তোমায় পাশে নিয়ে বসে থাকি
ঠিক এক হাত দূরত্বে
খুব কাছে থেকে দেখলে তোমার চেহারা
কেবল তাকিয়ে থাকতে চায় মন
কথাগুলো তুবড়ি হয়ে ছোটেনা তখন।
..
আরও ইচ্ছে করে
তোমায় বলে দিই
কেন শত অভিমানের পরও
তোমায় দেখলে হঠাৎ
সবকিছুর খেই হারিয়ে ফেলি
কেন তোমার কন্ঠস্বর শোনার জন্য
'কাজের কথা' বলার অজুহাত খুঁজি।
..
কেন ইচ্ছে করে
জানিনা।
অনেক ভেবেছি
যুক্তিবাদী আমার এ মনে
নিজেকেই প্রশ্ন করেছি
তবু বুঝিনা।
তোমার জন্য এমনটা ভাবার তো কোন যুক্তিই নেই।
আমার জীবনে কতটুকুই বা ভূমিকা তোমার?
তুমি একটা মৌসুমী বাতাস
এখন আছো, এখনি চলে যাবে।
তুমি একটা খেয়ালমাত্র।
তোমার কোন অধিকার নেই
আমার অনুভূতিগুলোর মালিক হয়ে বসার।
তুমি নিছক শখ,
আমার অলস সময়ের নির্বোধ কল্পনা।
.....
তবুও ইচ্ছে করে।
বিষয়: সাহিত্য
১১০১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন