অ-ভালোবাসা
লিখেছেন লিখেছেন আমরোযিয়া ০৬ আগস্ট, ২০১৪, ০১:৪৬:৫৩ রাত
তুমিই বল, তোমায় ভালবাসবো কেন?
ভালবাসতে আমি জানিনা।
ভালবাসার গভীর তত্ত্ব আমার মাথায় ঢোকেনা।
ভালবাসার গল্পের নায়িকার মতো বলবো না-
তোমার সাথে থাকতে ভালোলাগে।
সত্যি বলছি, ভাল্লাগেনা।
তোমার কথা শুনতেও আহামরি কিছু লাগেনা।
খালি যখন তুমি কথা বলতে থাকো
তোমার দিকে তাকিয়ে থাকতে ভাললাগে।
ব্যস, আর কিচ্ছু না।
তোমায় ভালবাসা? ও আমায় দিয়ে হবেনা।
যে আমার জীবনে আসবে,
তার চিন্তার গভীরতা হতে হবে বিশাল
যার চিন্তাসংগী হয়ে আমি
গ্রহ-নক্ষত্র-ছায়াপথ পাড়ি দেব
যে আমায় কার্ল সাগানের কসমস বোঝাবে
জিউস, ক্রোনস কিংবা ওসাইরিস, আনুবিস
এর পুরাণ কথা শোনাবে
ছুটির দিনে আমার সাথে ফ্রোজেন,
এক্সম্যান, ডাইভারজেন্ট আর ম্যাট্রিক্স দেখবে
যার সাথে খুব ভোরে উঠে
আলসে আমিও ঈদের নামাজে যেতে চাইব
গভীর রাতে বিদ্যুৎ চমকানিতে
ভয় পেলে যে আমায় বলবে
"আমিতো আছি! কিচ্ছু হবেনা।"
বুঝলে কিছু?
এখন তুমিই বলো,
তোমায় ভালবাসবো কেন?
তুমি তো তোমায় নিয়েই ব্যস্ত।
তুমি তো গণ্যই করো না আমায়।
ভাবো, সবটাই ফাজলামি।
তোমার সাথে আমার যায়না বুঝলে?
আবেগহীন হতে আমিও জানি।
তোমার পথ চেয়ে বসে থাকবো, ভেবোনা।
আমি আমার পথ চিনি অনেক আগে থেকে।
সে পথ তোমার সাথে মিলেনা একদম।
একা পথ চলতেই তো আমি অভ্যস্ত
তবু তোমার পাগলামিগুলো
পথের সংগী হয়ে নেই বলে ভালোলাগেনা।
খুব মিস করবো সবকিছু
মানলাম
কিন্তু এটা ভালোবাসা নয় মোটেও
তোমায় ভালোবাসা?
ধুত্তুরি!...ও আমায় দিয়ে এক্কেবারে হবেনা।
বিষয়: সাহিত্য
১০৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন