না-ই বা বললাম

লিখেছেন লিখেছেন আমরোযিয়া ১৫ আগস্ট, ২০১৪, ০৯:৪০:৩৫ রাত

কদাচিৎ কথা বলতে খুব ইচ্ছা হয়

কেনো বুঝি না।

কতবার ভেবেছি দূরে থাকবো

তোমার থেকে;

তুমি আমার জন্য ঠিক না

কিন্তু দেখো, হচ্ছেটা কই?

তুমি অক্সিজেনের মতই

আমার চারিদিকে বিদ্যমান!

হা হা! ভাবছো ভাবের কথা?

ভূগোল তোমার বেশ ভালো

একটু ভেবেই দেখোনা ভুল বলেছি কিনা?

ভাব না, ভাব না।

ভাবটাও তো তোমারই কপিরাইট

আমি আর পারলাম কই?

থাক, ভাবটাও তুমিই নাও

কথাগুলো আমারই থাকুক, কেমন?

বিষয়: সাহিত্য

১১৩৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254696
১৫ আগস্ট ২০১৪ রাত ১০:১৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হ্যাঁ!! Cheer
১৬ আগস্ট ২০১৪ রাত ০১:৪৯
198505
আমরোযিয়া লিখেছেন : Smug
254777
১৬ আগস্ট ২০১৪ সকাল ০৫:২৯
বুড়া মিয়া লিখেছেন : ভাব না নিতে পারছেন তো কি হয়ছে?
ভঙ্গী করতে তো মানা নেই।
ভঙ্গী ধরুন – দুধের স্বাদ ঘোলে মিটবে।
১৬ আগস্ট ২০১৪ সকাল ০৮:০৫
198535
কাহাফ লিখেছেন : বুড়া মিয়ার সাথে সহমত পোষণ করছি আমিও..........।
১৬ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৪
198614
আমরোযিয়া লিখেছেন : ঠিক বলেছেনHappy আপাতত ভঙ্গীর উপরেই আছিSmug Smug

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File