না-ই বা বললাম
লিখেছেন লিখেছেন আমরোযিয়া ১৫ আগস্ট, ২০১৪, ০৯:৪০:৩৫ রাত
কদাচিৎ কথা বলতে খুব ইচ্ছা হয়
কেনো বুঝি না।
কতবার ভেবেছি দূরে থাকবো
তোমার থেকে;
তুমি আমার জন্য ঠিক না
কিন্তু দেখো, হচ্ছেটা কই?
তুমি অক্সিজেনের মতই
আমার চারিদিকে বিদ্যমান!
হা হা! ভাবছো ভাবের কথা?
ভূগোল তোমার বেশ ভালো
একটু ভেবেই দেখোনা ভুল বলেছি কিনা?
ভাব না, ভাব না।
ভাবটাও তো তোমারই কপিরাইট
আমি আর পারলাম কই?
থাক, ভাবটাও তুমিই নাও
কথাগুলো আমারই থাকুক, কেমন?
বিষয়: সাহিত্য
১১৩৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভঙ্গী করতে তো মানা নেই।
ভঙ্গী ধরুন – দুধের স্বাদ ঘোলে মিটবে।
মন্তব্য করতে লগইন করুন