চোখের পানিতে ভেজা ধন্যবাদ আমাকে স্বার্থক করেছে
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১৫ আগস্ট, ২০১৪, ০৯:৪৫:১৭ রাত
আলহামদুলিল্লাহ নিজেকে আজ অনেকটা স্বার্থক মনে হচ্ছে । যখন থেকে জাতীয় পত্রিকায় লিখা শুরু করি তখন অনেকেই আমার সমালোচনা করেছে ভাষার ব্যবহার নিয়ে। আমি সবার সমালোচনাকে শিক্ষা হিসেবে নেওয়ার ফলে আজ আমি সফল হয়েছি।
রাজনীতি ,সাহিত্য,সমাজ ,সংস্কৃতি নিয়ে আমি অনেক পড়া লিখা করি এই পড়া লিখা থেকে যতটুকু শিখেছি তার চেয়ে বেশি শিখেছি টুডে ব্লগের আমার সম্মানিত ভাই-বোন ব্লগারদের মন্তব্য থেকে। আমি যখনই ব্লগে কিছু লিখি আমার আপনজন ব্লগাররা আমাকে মন্তব্যের মাধ্যমে উত্সাহ দেন।
গত ১৩ তারিখ প্রবাসীদের ঈদ সম্পর্কে একটা কলাম লিখেছিলাম দৈনিক ইনকিলাবে। সেই লিখা পড়ে দুবাই প্রবাসী এক ভাই আমাকে ফোনে বলেছেন উনি আমার লিখা পড়েছেন আর কেদেছেন। উনি বলেন উনার কান্নার কারণ আমি নাকি বাস্থবতা লিখেছি। উনি আমাকে ধন্যবাদ দিয়েছেন আমার কাছে উনার এই ধন্যবাদ অনেক বড় পাওয়া হয়ে গেল। আমি লিখে অনকে ধন্যবাদ পেয়েছি কিন্তু চোখের পানিতে ভেজা ধন্যবাদ এই প্রথম পেলাম ।
বিষয়: বিবিধ
২৪৭৯ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুভ কামনা রইল!!!
আপনার প্রকাশিত লেখাটির থাকলে শেয়ার করুন।
স্বপ্নের পথ ধরে চল হেটে যাই, মহা জীবনের করি সন্ধান।
আমি আপনার উপদেশকে সম্মান করলাম কিন্তু আপনাদের ছেড়ে যেতে পারব না বলে ব্লগ ছাড়তে পারলাম না।
চালিয়ে যান ভাই। শুনে উনুপ্রানিত হবেন অনেকে। এছাড়াও ইসলামপন্থিরা যত বেশি মিডিয়াতে অবস্থান করবে তত শত্রুদের মিথ্যা লেখায় ভাটা পড়বে, সত্য উন্মোচিত হবে। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন