স্বজনী
লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৩৬:৪৩ রাত
স্বজনী
*************
গ্রামীণ প্রকৃতিতে সন্ধ্যা রাতে
ক্ষুদ্র কুটিরে,
হারিকেনের মৃদু হলুদ শিখার
আধো আলো আধারে
পলকে দেখা
নারী মূর্তির মুখো ছবি রূপে
কি যেন কি হয়েছিল মনে।
টানা কালো চোখে
হারিয়ে গিয়েছিল মন
ক্ষণিকের আবেগে।
সেই ক্ষণিক ভালোলাগা
চিন চিনে হাহাকার রূপে
আজও বয়ে যায় এই বুকে।
বিষয়: বিবিধ
১০৫২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পুরুষেরা শুধু প্রেমের কবিতা লেখেন,
আর নারীবন্দনা ছাড়া অন্য কিছুর প্রেমের কবিতা অল্পই
মহিলারা পিছিয়ে কেন পুরুষ বন্দনায়?? )
গবেষণার বিষয়!!
মন্তব্য করতে লগইন করুন