শুভ্র পালকের জান্নাতি পাখি

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৯ জুলাই, ২০১৪, ০৫:১৬:৪৩ সকাল

বোমার আঘাতে তোমাদের রক্তাক্ত দেহের

আকুতি কর্ণকুহরে প্রতিধ্বনিত করে,

শুভ্রকাফনে মোড়ানো তোমাদের নিতর দেহ

প্রতিদিনের চোখের পাতা ভারি করে।

আমি চিৎকার করি, কেউ শুনে না

যেমন শুনে না কেউ তোমাদের চিৎকার।

-

তোমাদের অপরাধ তোমারা জানো না।

হয়তো কেউ জানে না কিংবা সকলেই জানে।

অথচ তোমরা বোমার আঘাতে রক্তাক্ত হও;

ডানা ভাঙ্গা পাখির কষ্টে তোমাদের দেহ নিতর হয়।

তোমাদের অপরাধের দায় কেউ নেবে না।

তোমারাই নিলে তোমাদের দায় বোমার

আঘাতে ঝাঁঝারা বুকে নিতর দেহে।

-

তোমাদের রক্তাক্ত নিতর দেহগুলো শুধু

মস্তিষ্কে রক্তক্ষরণ কিংবা উচ্চ রক্তচাপ বাড়ায় না;

মানুষ আর অমানুষের পার্থক্য দেখায়।

তোমাদের শুভ্র কফিনের সারি আমাদের

চোখে আঙ্গুল দিয়ে দেখায় তোমরা বিজয়ী;

তোমরা শুভ্র পালকের জান্নাতি পাখি।

বিষয়: বিবিধ

৮৪৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245940
১৯ জুলাই ২০১৪ সকাল ০৮:৫৮
ভিশু লিখেছেন : বিশ্বের দেড়শ' কোটি মুসলিমের মুনাফিক শাসকরা সহ তথাকথিত শান্তিপ্রিয়, সুবিধাবাদী ও বোবা ঈমানদাররাই এর জন্য দায়ী!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File