কাঠগড়ায়

লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ১৯ জুলাই, ২০১৪, ০৫:০৪:২৫ সকাল



-হুসাইন মুশাররফ

সময়ে সময়ে, কেউ কেউ, মাঝে মাঝে-

আমার সম্মুখরোধ করে দাঁড়ায়,

ঠেলেদেয় আমাকে একগুচ্ছপ্রশ্নের মুখে,

জবানবন্দী নেয় এক অতীত কাঠগড়ায় । ।

আমি বিব্রত, তারা নির্বিকার,

যখন সামনে যায়,ওরা পথ আগলায়,

অথচ যোযন যোযন দুরে সে প্রশ্নোগুলোর জন্ম,

এখন তার জবাব আমি পাই কোথায়- ?

উত্তর মৃত, প্রশ্নো জীবিত ! তা কি হয় ? । ।

আমি তখন নিরুত্তর থাকি,

তারা তা দেখে মিটমিটিয়ে হাসে,

আমার নির্মম নীরবতার মাঝে-

ওরা দুর্বলতার অন্ত খোঁজে...

আমি লীন হই তখন, অতীত কর্মমাঝে । ।

১৭.০৭.১৪

বিষয়: বিবিধ

৮২১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245941
১৯ জুলাই ২০১৪ সকাল ০৯:০০
ভিশু লিখেছেন : তাই মৃত উত্তরগুলোকেও জীবন্ত করতে হবে!
১৯ জুলাই ২০১৪ সকাল ১০:২২
190977
দুর দিগন্তে লিখেছেন : সরি ভাই..
একবার যা মরে তা জিবীত হৈসে কুনো কালে Tongue Tongue Tongue অনেক ধন্যবাদ আপনাকে ..Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File