বুকের মাঝের কষ্টগুলো
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৯ জুলাই, ২০১৪, ০৫:৩০:৩১ সকাল
কষ্ট,খুবই কষ্ট জমা হয়ে আছে
বুকের মাঝে
কুরআনের বাহক যে জাতি
সে জাতী আজ বড়ই নিগৃহীত,নিষ্পেষিত
তাবত দুনিয়ার সবচেয়ে নির্যাতিতের জাতি।
-
যে কুরআন গলার তাবিজ বানিয়ে
হৃদয়ে গেথে রাখা হয়
সে কুরআনের নির্দেশ হচ্ছে
'তোমরা পরষ্পর বিচ্ছিন্ন হয়োনা'
কে বুঝিবে তার মর্মবাণী
কে ডাকিবে সেই শীশাঢালা প্রাচীর গড়ার আয়োজনে।
-
প্রতিক্ষনে হাজারবার পঠিত হয় যে আয়াতগুলো
তার মর্মবাণী থেকে দুরে বহুদুরে
আরব-অনারবের বেড়াজালে
মুসলিম বলে যারা বুকে জড়িয়ে নেবে
মিসকিন বলে তারা নাক ছিটকায়
শিয়া আর সুন্নী কিংবা ভৌগলিক সীমারেখায়
প্রতিনিয়ত বিচ্ছিন্ন হচ্ছি যোজন যোজন।
-
নেই শীশাঢালা প্রাচীর
নেই রাসুলের ভ্রাতৃত্ব
মুসলিম পরিচয়ে কেও বুকে ঠেনে নেয়না
নিজের কর্তৃত্ব,ক্ষমতার মোহে
সে জাতির রক্ষকরা আজ ভিক্ষুক পাশ্চাত্যের কাছে
তাই,শুধু তাই
সেই জাতি আজ দু্রভাগ্যের অতল গহবরে নিমজ্জিত।
-
তাই, শুধু তাই
বার্মায় রোহিংগা মুসলিম নিধন দেখে
আমার অন্তর কেঁপে উঠেনা
কাশ্মীরের মুসলমানের খরব আমি রাখিনা
আফ্রিকার হত্যাযজ্ঞে আমার হৃদয়ে নাড়া দেয়না
বসনিয়া চেচনিয়ার মুসলমানরা আজ ইতিহাস
গোয়ান্তামো বে'র কারাগারে উলংগ মুসলিম নির্যাতিতের দেখে
নির্যাতন করে আমার বোন আফিয়াকে হত্যা করা হলে
আমার দু'চোখের কোন ভিজে যায়না
আফগানের মুসলিম হত্যায় আমি নিজেও সহযোগী
মিশর,সিরিয়া বাংলাদেশ কিংবা ইরাকের হত্যাযজ্ঞ
ক্ষমতার মোহে অন্ধ কতিপয় নরপিশাচের কাছে।
-
তাই, শুধু তাই
ফিলিস্তিনের মুসলমানদের হত্যায়
আমার কন্ঠ প্রতিবাদি হয়না।
বিষয়: সাহিত্য
১২৯০ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুসলিম অধ্যুষিত এলাকাগুলোর প্রধানদের উচিত্ গলায় ফাঁস লাগিয়ে মরে যাওয়া ছিঃ ছিঃ ছিঃ আফিয়ার শেষ চিঠিটা পড়ে যতটা মনখারাপ আমার লেগেছে ততটা মন খারাপ আমার কখনো লেগেছে বলে মনে হয়না।
আহা!কত কষ্টই না পেয়েছে বোনটা আমার!
কষ্ট নিয়ে বসে থাকলে তো সমস্যার সমাধান হবেনা।
আর কতকাল যাবে তোর ঘুমের ঘুরে
ওরে মুসলিম।
মন্তব্য করতে লগইন করুন