মনে পড়ে মা'কে
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৮ জুলাই, ২০১৪, ০২:৩৮:৩৫ রাত
মনে পড়ে খুব বেশী
মা তোমাকে
কেমনে চলে গেলে
ছেড়ে আমাকে।
-
জানি তুমি কোন দিন
আসবে না
'বাবা' বলে মা আর
ডাকবে না ।
-
চলে গেছ মা, আমি
আছি দূরে একা
জানি মা এ জগতে
হবে না তো দেখা।
-
হতভাগা আমি খোদা
করি মোনাজাত
ক্ষমা করো মা'কে মোর
দাও জান্নাত।
বিষয়: বিবিধ
৯৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন