ঈদে যেন পথশিশুদের কথা ভুলে না যায়
লিখেছেন লিখেছেন রফছান খান ১৮ জুলাই, ২০১৪, ০২:১০:৩৫ রাত
মানবতা আজ নিঃশ্ব, বিবেক আজ টাকার কাছে বন্ধি, ভালবাসা আজ অসহায়, মানুষ বেচে থাকাকালীন মানুষের উপকারে আসে না মরে গেলে কি দরধ দেখাতে পারে হাহ!! একটা পথশিশু কাদতে কাদতে পায়ে লুটে পড়লেও এক টাকা দিতে কতই না ধমক দেই কিন্তু একটা মাজারে গেলে একশত টাকা দেই কোন দ্বিধা ছাড়া,একটা জীবন্ত মানুষ না খেয়ে মরে কেউ আসে না, অথচ একটা মরা মানুষ তার মাজারে টাকার অভাব নাই ।
ঈদ আসছে । ধণী গরিব, কালো সাদা নির্বিশেষে সবাই এদিন খুশি হয়ে যেন ঈদ উদযাপন করতে পারে এজন্য আমাদের যার যার ব্যক্তিগত সামর্থ অনুযায়ী ছিন্নমুল এসব শিশুদের জন্য কিছু ভূমিকা রাখা উচিৎ ।
বিষয়: বিবিধ
১৮১১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন