সংস্কৃতির নামে জাহিলিয়াতের উম্মাদনা

লিখেছেন লিখেছেন রফছান খান ১০ সেপ্টেম্বর, ২০১৩, ১২:২৪:৩৯ দুপুর

দেশ আজ পাশ্চাত্য ধারার সাংস্কৃতিক প্রবাহে ভাসমান । একদিকে সুস্থ সংস্কৃতি চর্চা ও বিকাশে গৃহীত উদ্যেগের যথেষ্ট অভাব, অপরদিকে আমদানিকৃত অপসাংস্কৃতির অবাধপ্রভাহ । সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চার উদ্যোগ থাকলেও সহযোগী পরিবেশের অভাব থাকাতে এবং প্রতিকুল পরিবেশের কারনে এ ধারার সাংস্কৃতি বিকশিত হতে পারছে না । পক্ষান্তরে আন্তর্জাতিক কুট-পরিকল্পনা ও জাতীয় গাদ্দারীর ফলস্বরুপ অপসাংস্কৃতির গড্ডলিকা প্রবাহে আমরা নিমজ্জিত।

কোন জাতির অগ্রগতিকে প্রতিহত এবং অস্তিত্বকে ধ্বংস করার জন্য সে জাতির শিক্ষা ও সংস্কৃতি ধ্বংস করায় যথেষ্ট।

এ সুদুরপ্রসারী পরিকল্পনা নিয়েই দেশের সর্বত্র অপসংস্কৃতি আমদানি করা হচ্ছে। যে সংস্কৃতি মানুষকে মানবতাহীন করে, যে সংস্কৃতি নগ্নতা ও বেহায়াপনার বিস্তৃতি ঘটায়, যে সংস্কৃতি যুব সমাজকে অনৈতিকতার শেষ সীমায় পৌছে দেয়, যে সংস্কৃতি একটি সভ্য জাতিকে ধ্বংসের চক্রান্তে পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে , তাকে কোন সুস্থ সংস্কৃতি বলা যায় না।

বরং এ হলো সংস্কৃতির নামে জাহিলিয়াতের উম্মাদনা ।

বিষয়: রাজনীতি

১৭৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File